এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২৯ নভেম্বর : পুর্ব বর্ধমানের আউশগ্রামে পড়ল ‘আমরা দাদার অনুগামী’ পোষ্টার । আউশগ্রাম-১ ব্লকের বিল্বগ্রামের বিভিন্ন জায়গায় লাগানো শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ওই পোস্টারগুলিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । এদিকে ওই পোস্টার লাগানোর পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, ” এটা বিজেপির চক্রান্ত। আমরা পুলিশকে জানিয়েছি।”যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীন কলহের জেরেই ওই পোস্টার পড়েছে। এই ঘটনায় তাঁদের কোনও হাত নেই ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিল্বগ্রামের হাটতলা, রেলস্টেশন, বাজারসহ একাধিক এলাকার গাছে গাছে,বিদ্যুৎ খুঁটিতে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ‘আমরা দাদার অনুগামী’ পোষ্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । পোস্টারের একেবারে উপরে লেখা ‘লড়াইয়ের ময়দানে দেখা হবে’৷ একেবারে নিচে লেখা ‘আউশগ্রাম-১ বিল্বগ্রাম অঞ্চল । তবে কে বা কারা পোস্টার টাঙিয়ে দিয়েছে জানা যায়নি ৷
এই বিষয়ে বিল্বগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অসিত ভট্টাচার্য বলেন,”অশান্তি সৃষ্টির জন্যই এই ধরনের পোষ্টার টাঙানো হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা ব্যবস্থা নিতে জানি।”