এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ জুন : প্রথমে একটি ট্রাক্টর, তারপর একটি বাইককে ধাক্কা দেওয়ার পর রাস্তার ডানদিকের পরপর ৩ টি দোকান ভাঙল বেপরোয়া গতির একটি লরি । শুক্রবার দুপুর ৩ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের উক্তা অঞ্চলের দীঘা গ্রামের কাছে । দুর্ঘটনার জেরে বাইক আরোহী গুরুতর জখম হন । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন । পুলিশ লরিটিকে আটক করেছে । তবে চালক ও খালাসি পলাতক ।
স্থানীয় সুত্রে খবর, এদিন দুপুরে সিউড়ির দিক থেকে গুসকরার মুখে আসছিল ৬ চাকার ওই ফাঁকা লরিটি । দীঘা গ্রামের কাছে আসতেই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক্টর ও বাইককে পরপর ধাক্কা মারে । তারপর একটি কালভার্টে ধাক্কা দেওয়ার পর রাস্তার ডানদিকে গিয়ে পরপর ৩ দোকানে ধাক্কা দেয় লরিটি । মাটির দেওয়ালের ওই দোকানগুলি কার্যত ভেঙে গুড়িয়ে যায় । পাশাপাশি দোকানের পাশে বিদ্যুতের দুটি খুঁটিও ভেঙে পড়ে । দুর্ঘটনার পর রাস্তার উপর ছিটকে পড়েন বাইক আরোহী । তাঁর একটি হাত ভেঙে যায় । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে । এদিকে স্থানীয় লোকজন ছুটে আসছে দেখেই লরি ফেলে চম্পট দেয় চালক ও খালাসি । স্থানীয়দের অভিযোগ,লরিচালক মধ্যপ অবস্থায় থাকার কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, লরির চালক ও খালাসির সন্ধান চালানো হচ্ছে ।।