এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান) ,২৯ মার্চ : বছর তেরোর দুই আদিবাসী কিশোরীকে জোর করে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে গনধর্ষনের অভিযোগ উঠল একই গ্রামের বাসিন্দা ৫ যুবকের বিরুদ্ধে । রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার শুখাডাঙ্গা গ্রামে । নির্যাতিতা দুই কিশোরী বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশের কাছে অভিযুক্ত ৫ যুবকের নাম পরিচয় জানিয়েছে দুই কিশোরী । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুখাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা ওই দুই কিশোরীর মধ্যে একজন আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে । অপরজন পড়াশোনা ছেড়ে দিয়েছে । পাশাপাশি বাড়ি তাদের । সেই সুত্রে বন্ধুত্ব।
জানা গেছে,শুখাডাঙ্গা গ্রামের পাশেই রয়েছে জরকাডাঙ্গা গ্রাম । ওই গ্রামের এক আত্মীয় বাড়িতে রবিবার শ্রাদ্ধানুষ্ঠান ছিল । তাই দুপুর নাগাদ সেখানে খেতে গিয়েছিল দুই কিশোরী । খাওয়াদাওয়ার পর তারা গ্রামে ফিরে এসে বাড়ির অদূরে একটি হেলে যাওয়া শুকনো গাছের কান্ডের উপর বসে গল্পগুজব করছিল । সেই সময় একই গ্রামের ৫ যুবক তাদের জোর করে তুলে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ।
জানা গেছে,এদিকে ওই দুই কিশোরী সন্ধ্যা নাগাদ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারের লোকজন । সেই সময় তাঁরা জঙ্গল থেকে দুই কিশোরী কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যান । তখন বাড়ির লোকজনের কাছে ঘটনার কথা খুলে বলে দুই কিশোরী । এরপর নির্যাতিতা দুই কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে বননবগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় । রাতে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে, পুলিশের কাছে নির্যাতিতা দুই কিশোরী যে ৫ যুবকের কথা জানিয়েছে তাদের বয়স ২২-২৫ বছরের মধ্যে । একই গ্রামের বাসিন্দা ওই যুবকদের মধ্যে চারজন বিবাহিত,একজন অবিবাহিত । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা কিশোরীদের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ।।