দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,১২ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্য বিজেপি নেতৃত্ব । অখিল গিরিকে মন্ত্রীসভা থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে বিজেপি । শনিবার দলের বর্ধমান সাংগঠনিক জেলায় বিক্ষোভ সমাবেশে এসে এনিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেছেন,দেশের অন্য রাজ্যে এই কথা বললে কারামন্ত্রীকে কান ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া হত । শুধু তাইই নয়, জেলার আদিবাসী সংগঠনকে অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার ।
এদিন সুকান্ত মজুমদার বলেছেন,’অখিল গিরি ভারতের আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না ৷ আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম যে উনি নাকি এগিয়ে বাংলা তৈরি করেছেন ৷ যে বাংলা সব কিছুতে এগিয়ে থাকছে । দুঃখের বিষয় যে একজন মহিলা সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্যের পরে এত ঘন্টা কেটে গেলেও এরাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেননি । এখনও অখিল গিরি তাঁর মন্ত্রীসভায় রয়ে গেছেন । এটা যদি অন্য রাজ্যে হত তাহলে এই কারামন্ত্রীকে কান ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া হত ।’
তিনি বলেন,’অখিল গিরির মত লোক এই সাহস পায় কোথা থেকে,মাননীয়া মুখ্যমন্ত্রী ? আপনি যখন ১৯৮৫ থেকে ৮৭ লোকসভার সাংসদ ছিলেন, তখন এসসি এসটি আইন পাশ হয়েছে । আপনি লোকসভায় ভোট দিয়েছিলেন । ভুলে গেছেন ? আপনি এখন অনেক কিছুই ভুলে যাচ্ছেন । আপনাকে মনে করতে চাই,মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে মানুষের সেবা করার জন্য, শাসন করার জন্য নয় । রাজ্যটা আপনার পৈতৃক জমিদারি নয় ।’
সুকান্ত বলেন,’আপনার মন্ত্রীসভার একজন সদস্য রাষ্ট্রপতিকে নিয়ে, নারীদের সম্পর্কে, আদিবাসী মহিলাদের সম্পর্কে, আদিবাসী সমাজ সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা মন্ত্রীসভা থেকে তার অপসারণ চাই ।’ তিনি দলের আদিবাসী নেতৃত্বদের নির্দেশ দেন অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য । পাশাপাশি পূর্ব বর্ধমানের এসপিকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, ‘আমি এসপিকে বলতে চাই আপনি যদি অভিযোগ না নেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা এসসি এসটি কমিশনে মামলা করবো ।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত বলেছেন,’এই মন্তব্যে আমি অবাক হচ্ছি না । কারন যে গাছ যেমন হয়,তার ফলও তেমন হয় । মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে প্রধানমন্ত্রীকে “কিম্ভুতকিমাকার”, স্বরাষ্ট্রমন্ত্রীকে ” হোঁদোল কুতকুতে” বলেছিলেন । আপনাদের এই ধরনের মন্তব্য আপনাদের শিক্ষাদিক্ষা কি তা প্রকাশ করে দিচ্ছে ।’ এরপর তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘অখিল গিরিকে অবিলম্বে কান ধরে মন্ত্রীসভা থেকে বের করে দিন । মন্ত্রীসভায় থাকা তার বিন্দুমাত্র অধিলার নেই । মন্ত্রীসভায় থাকার অধিকার হারিছেন উনি । কারাগার মন্ত্রীকে কারাগারের পিছনে থাকা উচিত ।’
সেই সঙ্গে রাজ্যজুড়ে বোমা ও বিপুল পরিমানে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার । এদিনের বিক্ষোভ কর্মসূচিরে সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, বর্ধমান-দূর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া প্রমুখ ।।