এইদিন ওয়েবডেস্ক,অন্ধ্রপ্রদেশ,১৫ জুন : চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ‘তল্লিকি বন্দনম’ প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পটি এক বছর দেরিতে বাস্তবায়িত হওয়ার কারনে সমালোচনার শিকার হলেও চন্দ্রবাবু নাইডু প্রতিশ্রুতি মত পরিবারের সব শিশুদের প্রকল্পের সুবিধা দিতে শুরু করেছে । তেলুগু দেশম পার্টি তাদের এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে ।ভিডিওতে তিন মুসলিম মহিলা ও তাদের সন্তানদের দেখা গেছে ৷ যেখানে এক মহিলাকে বলতে শোনা গেছে যে এই প্রকল্পের আওতায় তাদের পরিবার মোট ১.৫৬ লাখ পেয়েছে ।
নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুসারে, অন্ধ্রপ্রদেশের জোট সরকার ‘তল্লিকি বন্দনা’ প্রকল্প বাস্তবায়ন করেছে । পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের সময়, ‘আম্মা ভোদি’ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের একজন শিক্ষার্থীকে ১৩,০০০ টাকা দেওয়া হয়েছিল। তবে, জোট সরকার পরিবারের সন্তানের সংখ্যা নির্বিশেষে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সুবিধাভোগী পরিবারগুলি খুশি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ১২ সন্তানের একটি মুসলিম পরিবার ‘তল্লিকি বন্দনা’ প্রকল্পের আওতায় রাজ্য সরকারের কাছ থেকে ১.৫৬ লক্ষ টাকা পেয়েছে।
টিডিপি, ইতিমধ্যেই বিরোধী ওয়াইএসআরসিপি নেতা ওয়াইএস জগনের নির্বাচনী এলাকা পুলিভেন্দুলায় মায়েদের দাবি বাস্তবায়নের বিষয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছে, সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে যাতে জানানো হয়েছে যে একই পরিবারের ১২ জন শিশু এই প্রকল্প থেকে অর্থ পেয়েছে। যেহেতু একটি যৌথ পরিবারে তিনজন মা আছেন এবং তাদের মোট ১২ জন সন্তান রয়েছে, তাই তারা সকলেই এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন।
টিডিপি (টিডিএস) তাদের হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বলা হয়েছে যে অন্নমায়া জেলার কালকাডায় তিন মা এবং তাদের ১২ সন্তানের যৌথ পরিবারে টাকা জমা দেওয়া হয়েছে। পরিবার এবং মায়েরা জানিয়েছেন যে, একযোগে তাদের অ্যাকাউন্টে ১.৫৬ লক্ষ টাকা ঢোকায় পরিবার এবং মায়েদের আনন্দের সীমা ছিল না। একইভাবে, রাজ্যের অনেক জায়গায় এই প্রকল্প থেকে পরিবারগুলি টাকা পাচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এবং ভালো প্রতিক্রিয়া সামনে আসছে ।।

