দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : আবগারি দপ্তরের সাথে যৌথ অভিযানে বিপুল পরিমান চোলাই মদের উপকরণ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । আজ বৃহস্পতিবার সকাল থেকে ভাতারের এরুয়ার, শ্রীপুর, দেবপুর, সাহেবগঞ্জ, নারায়ণপুর এবং ঢেড়িয়া গ্রামে দফায় দফায় অভিযান চালায় যৌথবাহিনী । ওই অভিযানে বেশ কয়েকটি ২০ লিটারের প্লাস্টিকের জারে ৯০০ লিটারের অধিক চোলাই মদ তৈরির জাব বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভাতার থানার ওসি অরুন কুমার সোম।
পুলিশ সূত্রে খবর, আসন্ন দুর্গোৎসবকে মাথায় রেখে বিপুল পরিমানে চোলাই মদ তৈরি করে মজুত করে রাখার খবর পায় ভাতার থানার পুলিশ । পুলিশের তরফে যোগাযোগ করা হয় বর্ধমানের আবগারি বিভাগের সঙ্গে । আবগারি বিভাগ থেকে দল ভাতার থানায় আসার পরেই একের পর এক গ্রামে অভিযান শুরু করে পুলিশ । পুলিশ প্রথমে যে দুটি বাড়িতে চোলাইমদ তৈরি হচ্ছিল সেখানে হানা দেয় । কিন্তু আগাম খবর পেয়ে পুলিশ আসার আগেই চম্পট দেয় চোলাই কারবারীরা । এরপর আশপাশের পুকুরের পাড়ে,ঝোপেঝাড়ে চিরুনি তল্লাশি চালাতেই একের পর এক প্লাস্টিকের জারভর্তি চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার হয় ।
ওসি জানিয়েছেন,প্রায় ৬০ লিটার চোলাইমদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং নষ্ট করা হয়েছে প্রায় ৯০০ লিটার চোলাই তৈরির উপকরণ বা জাব । এছাড়া বেশ কিছু অ্যালুমিনিয়াম হাঁড়িও উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।।