এইদিন ওয়েবডেস্ক,গাইবান্ধা,০৬ সেপ্টেম্বর : বাসরঘরের কাঠের খাট পরিপাটি করে গোছানো । খাটে লাগানো মশারি খাটানোর কাঠামো সাজানো হয়েছে প্লাস্টিকের ফুল দিয়ে । বিছানায় শুয়ে সদ্য বিবাহিতা স্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল স্বামী । কিছু সময় পরেই পরিবারের মহিলারা সুসজ্জিত ঘোমটায় মুখ ঢাকা বধূকে ঘরে ঢুকিয়ে দিয়ে যায় । বিছানা ছেড়ে উঠে ঘরের দরজার ছিটকিনি লাগিয়ে দেয় স্বামী । এরপর স্ত্রীকে বিছানায় বসিয়ে খুব সোহাগ করেন । তারপর গভীর রাতে চুড়ান্ত আবেগঘন মুহুর্তে ঘটে গেল অঘটন । নববধূ কাপড়ের মধ্যে লুকিয়ে আনা নতুন ব্লেড চালিয়ে দেয় স্বামীর গোপনাঙ্গে । স্বামীর আর্ত চিৎকার করতে করতে দরজা খুলে দিলে পরিবারের লোকজন ছুটে এসে দেখে গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে । নগ্ন স্বামী দু’হাত দিয়ে ঝুলে যাওয়া রক্তাক্ত গোপনাঙ্গ চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে ।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। তারপর আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ২ টার দিকে নজরুল ইসলাম (২৫) নামে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ভবিষ্যতে শারিরীক মিলন করতে সক্ষম হবেন না । কিন্তু নজরুলের সদ্য বিয়ে করা বউ মোরশেদা আক্তার (২০) কেন এই কাজ করল তা নিয়ে ধন্দ্বে রয়েছে বধূর শ্বশুরবাড়ি । তবে নজরুলের পরিবারের সন্দেহ যে মোরশেদার কোনো প্রেমের সম্পর্ক আছে, আর সেটা গোপন করে জোর করে তাকে বিয়ে দিয়েছে তার পরিবার ।
জানা গেছে,শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে দু’জনে যখন ছিলেন সেই সময় ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দেয় মোরশেদা। এসময় নজরুলের আর্তচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।।