প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ মে : তিনি কবিগুরু । তাঁর সাহিত্য সৃষ্টিও অপার। তাই হয়তো অনন্তকাল পেরিয়ে গেলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা ও বোঝা অসমাপ্তই রয়ে থাকে । অন্য বছরগুলির শত এ বছরও ২৫ শে বৈশাখ ঘটাকরে কবিগুরুর ১৬৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ঠিকই । জন্মবার্ষিকীর একটা দিনে কবিগুরুকে স্নরণ করে তাঁকে জানা ও বোঝা সম্পূর্ণ হয় না।এই ভাবনাকে মান্যতা দিয়েই মঙ্গলবার ’অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ আলোচ্য অনুষ্ঠানের আয়োজন করলেন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।যে অনুষ্ঠান সমাদর পেল কবির ভক্ত ও অনুরাগী মহলের কাছে।
কলেজের অডিটরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সবুজ কলি সেন।এছাড়াও বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় প্রিন্সিপাল ডক্টর বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা মজুমদার , অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগন। প্রিন্সিপাল ডক্টর বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের ’অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন। তার উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যাঁরা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন।অধ্যক্ষ ডক্টর গোস্বামী এদিন সুরেলা কণ্ঠে একটি গানও পরিবেশন করেন।
অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রের পরিচালক অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন, ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে রবীন্দ্রগান নিয়ে তৎকালীন সংবাদমাধ্যমে কিভাবে তথ্য বিকৃতি হয়েছিল ,সেই বিষয়টি তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে।।