শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জুলাই : গরুর গাড়িতে চড়ে দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে এলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী । পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ১০ ও ১১ জুলাই অবস্থান বিক্ষোভ কর্মসূচির পালন করছে শাসকদল । আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গরুর গাড়িকে হাতিয়ার করলেন ভাতার বিধানসভার তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী । শনিবার রীতিমত গরুর গাড়ি ডাকিয়ে তিনি ভাতার বাজারে দলের এই কর্মসূচিতে যোগ দিতে এলেন ।
এরুয়ার গ্রামের বাসিন্দা মানগোবিন্দবাবু এদিন বাড়ি থেকে দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে ভাতার বিডিও অফিসে সামনে দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসেন গরুর গাড়িতে চেপে । তাঁর সঙ্গে সামিল হলেন শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক । পেট্রোপন্যের মূল্যবৃদ্ধিতে ভাতারের বিধায়কের এই অভিনব প্রতিবাদ নজর কেড়েছে এলাকায় ৷
মানগোবিন্দ অধিকারী বলেন, ‘দিন দিন যেভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা । যানবাহনের ভাড়া বাড়ার কারনে আমাদের আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে হবে । যখন এক স্থান থেকে অন্যস্থানে যাতায়ত করা হত পায়ে হেঁটে, সাইকেল অথবা গরুর গাড়ির চড়ে । তাই এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে গরুর গাড়িতে চেপে ভাতার বাজার এলাম ।’
শনিবার পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভাতার বাজার কামারপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাসহ ব্লকের দলীয় নেতৃত্ব । পরে ভাতার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন শাসকদলের নেতা ও কর্মীরা । ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই কর্মসূচি । পেট্রোপণ্যসহ অনান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে এদিন কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।।