এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৭ মে : ইমরান খানের দাঙ্গাকারী সমর্থকদের সামরিক আইন বিচার করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ।শেহবাজ শরীফের কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে,’বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পরে বিক্ষোভ চলাকালীন যে সমস্ত দুর্বৃত্তরা সরকারী সম্পদ এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল, হিংসায় প্ররোচনা দিয়েছিল তাদের এবং তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে পাকিস্তান সেনা আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সহ প্রাসঙ্গিক সংবিধানের অধীনে বিচার করা হবে ।’
বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বিক্ষোভের নিন্দা করেছেন এবং বলেছেন যে এই সহিংস কাজগুলি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের আওতার মধ্যে পড়ে ।শরীফ বলেছেন,’যারা হিংসার পরিকল্পনাকারী এবং যারাই এই দুষ্কৃতীদের উসকানি দিয়েছে, তারা কোন প্রকার ছাড় পাওয়ার যোগ্য নয় ।’
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তুলে নিয়ে গিয়েছিল সেদেশের আধাসামরিক বাহিনী । কিন্তু তার একদিন পর খানের গ্রেপ্তারকে বেআইনি বলে অভিহিত করে এবং তার মুক্তির আদেশ দেয় আদালত । খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তান জুড়ে তার সমর্থকরা ব্যাপক হিংসাত্মক বিক্ষোভ শুরু করে । বিক্ষোভকারীরা পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও বাসে আগুন ধরিয়ে দেয়, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বাড়ি ধ্বংস করে এবং অন্যান্য সরকারি স্থানে হামলা চালায় । বিক্ষোভ দমন করতে দেশ জুড়ে সামরিক বাহিনী পর্যন্ত নামাতে হয়েছিল । হিংসা চলাকালীন বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটে ।।