এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৫ মে : ইমরান খানের পাকিস্তান তেহরকি-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে । বুধবার (২৪ মে ২০২৩) ভোর রাতে এক টুইটে ইমরান খানের সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করছে ইমরানের ঘনিষ্ঠ বলে পরিচিত ফাওয়াদ চৌধুরী । তার অব্যবহিত পরেই সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন পিটিআই-এর মহাসচিব আসাদ উমরও ।এর আগেও পিটিআই-এর বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। এদিকে দলের একের পর এক হেভিওয়েট নেতা সরে পড়ায় চরম বিপাকে পড়ে গেছেন ইমরান খান ।
টুইটে ফাওয়াদ চৌধুরী ঘোষণা করেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি থেকে বিরতি নেওয়ার। তাই আমি দলীয় পদ ছেড়ে দিচ্ছি এবং ইমরান খানের কাছ থেকে দূরত্ব বজার রাখার ঘোষণা করছি ।’ ফাওয়াদ চৌধুরীর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংবাদিক সম্মেলন করে পিটিআই মহাসচিব আসাদ উমর ঘোষণা করেন, তিনি দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছেন। তবে তিনি দলের সদস্য রয়ে যাবেন বলেও জানান।
আসাদ উমর বলেন, ‘৯ মে এর ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি নিজেকে দলের নেতৃত্বে থাকার অযোগ্য বলে মনে করছি, তাই আমি দলীয় মহাসচিবের পদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’
প্রসঙ্গত,ইমরান খানের গ্রেফতারির পর গত ৯ মে দেশ জুড়ে হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শনের পর থেকে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে । তারপর থেকেই পিটিআই-এর নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক লেগে গেছে । এর আগে প্রাক্তন মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারিসহ বেশ কয়েকজন নেতা দল ত্যাগ করেন।
এদিকে দলীয় নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়ে যাওয়ার পর ইমরান তার এক টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি বলেছেন,’পাকিস্তানে জোর করে বিয়ে দেয়ার বিষয়টি আমরা সবাই শুনেছি, কিন্তু পিটিআইয়ের ক্ষেত্রে একটি নতুন ধারণা জন্ম নিয়েছে। এখন জোর করে তালাকও নেয়ানোও হয়।’ অর্থাৎ দলীয় নেতাদের জোর করে পদত্যাগ এবং দল ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে তিনি ইঙ্গিত করেন।।