এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১১ মে : আর্থিক তথরুপের মামলায় গত পয়লা মে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) । দিন দুয়েক দুর্নীতি মামলায় আগে রাজধানী ইসলামাবাদে আদালতে হাজিরা দেওয়ার সময় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধা সামরিক বাহিনী । আদালত চত্বর থেকে এক প্রকার তুলে নিয়ে যাওয়া হয় ইমরানকে । বুধবার তাকে আদালতে তোলা হলে তাকে ৮ দিনের জন্য এনএবির হেফাজতে পাঠানো হয়েছে । এখন সেই সময়কালের মধ্যে ইমরান খান খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘে পিস অফ আফগানিস্তানের প্রাক্তন প্রতিনিধি খলিলজাদ ।
খলিলজাদ তার টুইটার পেজে লিখেছেন,’ইমরান খানকে হেফাজতে হত্যার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে ।’ তিনি আরও বলেন,’পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং আগাম নির্বাচন ঘোষণা করা উচিত ।’ এদিকে একটি অডিও বার্তায় দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে ইমরান খান বলেছেন,’আমার যা করণীয় আমি করেছি । এখন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই পরিস্থিতি বদলানোর জন্য আপনাদের সচেষ্ট হতে হবে ।’
প্রসঙ্গত,ইমরান খানকে গ্রেফতারের পর থেকেই উত্তপ্ত পাকিস্তান । ইমরানকে মুক্তির দাবিতে তেহরিক-ই- ইনসাফ পার্টির কর্মীরা দেশ জুড়ে হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্থানের একাধিক জায়গায় সেনাবাহিনী নামানো হয়েছে । পুলিশ ও সেনার গুলিতে এযাবৎ বেশ কিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে ।।