এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১১ জানুয়ারী : আফগানিস্তানে তালিবান শাসনের বিরুদ্ধে “দায়িত্বজ্ঞানহীন বিবৃতি” জারি করার জন্য দেশের জোট সরকারের সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান । পাশাপাশি তিনি দেশের মধ্যে সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে তালিবানের সঙ্গে আলোচনায় বসার জন্য নিজের দেশের সরকারকে পরামর্শ দিয়েছেন । আর সেই উদ্দেশ্যে তিনি প্রতিবেশী জনগণের এর সাথে সহযোগিতার উপর জোর দিয়েছেন।
মঙ্গলবার একটি সেমিনারে ইমরান বলেন, ‘পাকিস্তানের মন্ত্রীরা আফগানিস্তানে হামলার বিষয়ে দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিচ্ছেন,পাকিস্তান যদি আফগান সরকারের সঙ্গে সহযোগিতা বন্ধ করে, তাহলে তা অন্তহীন যুদ্ধের মুখোমুখি হবে ।’ তাঁর কথায়,’সামরিক অভিযান শান্তি চুক্তির একটি অংশ হতে পারে তবে তা কখনো বিচ্ছিন্নতায় সৃষ্টি হওয়া উচিত নয় । পাকিস্তান সরকারের উচিত তার ভূখণ্ডে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঠেকাতে তালেবানদের সঙ্গে যোগাযোগ করা ।’
তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান বলেছেন যে পাকিস্তানের কোয়ালিশন সরকার তালেবানের সাথে আলোচনার দিকে মনোনিবেশ করছে না।
তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির প্রথম বিদেশ সফর হওয়া উচিত আফগানিস্তানে । তিনি বলেছেন, আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে গেল, তখন আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নত করার জন্য আমাদের কাছে দারুণ সুযোগ ছিল ।
ইমরান খানকে গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় । বরখাস্ত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী শেহেবাজ শরিফকে পরামর্শ দিয়েছিলেন,তিনি যেন তালিবান সরকারের সাথে যোগাযোগ করেন এবং তাদের যেন এড়িয়ে না যান । কারণ, তার মতে, তালিবানদের সঙ্গে মিথস্ক্রিয়া এড়িয়ে যাওয়া শুধু আঞ্চলিক অস্থিরতার সৃষ্টি হবে না, বিশ্বের উপর এর প্রভাবও পড়বে ।
প্রসঙ্গত,তেহেরিক-ই-তালিবান পাকিস্থানকে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করতে দিয়ে পাকিস্তানের উপর হামলা চালানোর দায়ে তালিবানকে অভিযুক্ত করে পাকিস্তান । যদিও তালিবান পাকিস্থানের এই অভিযোগ অস্বীকার করে । এনিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই চাপানউতোর চলতে দেখা যায় । আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে “সন্ত্রাসবাদী হামলা” প্রতিরোধ করার প্রতিশ্রুতি পালনে তালেবান শাসনের ব্যর্থতার বিষয়ে ইসলামাবাদ বারবার উদ্বেগ প্রকাশ করেছে ।।