এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ আগস্ট : বাংলাদেশের মসজিদের ভিতরে কুকীর্তির ঘটনা ফের প্রকাশ্যে এলো ৷ এবারে মসজিদের ভিতরে এক শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেপ্তার হল ওই মসজিদেরই ইমাম । বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামে মসজিদের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটেছে ৷ গুনধর সাজিদুর রহমানকে (৪০) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । সে ওই মসজিদের ইমাম ও কওমি মাদরাসায় শিক্ষকতা করে । ধৃত সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, অনান্য দিনের মত আজ সোমবার সকালে মেয়েটি শিক্ষা নিতে গ্রামের মসজিদে গিয়েছিল। সেই সময় কেউ না থাকার সূযোগে ইমাম সাজিদুর রহমান ওই শিশুকে মসজিদের দ্বিতীয় তলায় নিজের (ইমামের) ঘর পরিষ্কার করার নিয়ে যায় । মেয়েটি সেখানে যেতেই সাজিদুর তার উপর পাশবিক নির্যাতন চালায় । পরে শিশুটি বাড়ি ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে । এরপর শিশুর অভিভাবকরা বিষয়টি পুলিশকে জানায় । খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে পাকড়াও করে ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ জাহিদুল হক বলেন, খবর পেয়ে ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট ধারায় অভিযুক্ত ইমামের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে । মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।।