এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : তখন তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী । দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের ফ্ল্যাটটি ছিল কার্যত দ্বিতীয় বাড়ি । যদিও ফ্লাটের মালিক এক সুন্দরী তরুনী । তাদের সম্পর্কের কথা প্রতিবেশীরা হয়ত জানতেন, কিন্তু মন্ত্রীর বিষয় বলে কথা,তাই তারা ভয়ে চুপ থাকতেন ৷ অবশ্য শাসকদলের নেতামন্ত্রীরা জানতেন বিষয়টি । কিন্তু দলের স্বার্থে তারাও মুখে কুলুপ এঁটেছিলেন । তবে ২০২২ সালের ২১ জুলাই ওই তরুনীর ফ্লাট থেকে যখন ২০ কোটি টাকা উদ্ধার করে ইডি, তখন হাটে হাঁড়ি ভাঙে ৷ প্রৌঢ় পার্থ চট্টোপাধ্যায় ও তরুনী অর্পিতা মুখোপাধ্যায়ের “প্রেম কাহিনী” নিয়ে শুরু হয় জোর চর্চা ৷ তাদের “অমর প্রেমে”র ধারনা আরও বদ্ধমূল হয়,যখন শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় অর্পিতার একটি বিলাসবহুল বাড়ির হদিশ পায় ইডি৷ বাড়িটির নাম ‘অপা’। অর্থাৎ অর্পিতার আদ্যক্ষর “অ” এবং পার্থ-এর আদ্যক্ষর “পা” সহযোগে এই নামকরন।
এসএসসির শত শত কোটি টাকার নিয়োগ দুর্নীতি মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় । অযোগ্যদের কাছে টাকা নিয়ে যোগ্যদের বঞ্চিত করে চাকরি করে দেওয়া ৷ বান্ধবী অর্পিতার ফ্লাট থেকে উদ্ধার হওয়া ২০ কোটি টাকা ও প্রচুর সোনার গয়নাও এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে জানায় ইডি । ‘অপা’ বাড়িটিও নাকি সেই দুর্নীতির টাকায় কেনা ৷ তারপর দু’জনের জেলযাত্রা । আদালত চত্বরে প্রৌঢ় প্রেমিক পার্থকে তরুনী প্রেমিকা অর্পিতার “কেমন আছ” প্রশ্ন যেন কোনো বাংলা রোমান্টিক সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্যপট ।
অবশেষে সম্প্রতি “অপা” মুক্ত হয়েছেন জেল থেকে । আর তাদের প্রেম কাহিনীও নতুন করে প্রচারে এসেছে । তবে এবারে আর রাখঢাক না করে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । তবে তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়েরও ‘প্রেমকাহিনী’র কথা ফাঁস করে দেন এদিন । আরও এক জুটির প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করেন পার্থ । তারা হলেন শোভন চ্যাটার্জি ও বৈশাখী । যদিও তাদের এই সম্পর্কের কথা রাজ্যবাসীর অজানা নয় ।
আজ বুধবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সাফ জানালেন, ‘সদর্পে বলছি । অর্পিতা আমার বান্ধবী। লোকের দুটি বউ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না?’ তিনি আরও বলেছেন, ‘যারা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল। সদর্পে বলছি আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না! বাহ্, এ কী? আমি সদর্পে বলছি অর্পিতা আমার বান্ধবী।’
তিনি শোভন চট্টোপাধ্যায় ও সৌগত রায়ের নাম উল্লেখ করে বলেন,’ভূরি ভূরি টাকা, আমার থেকে, আমার বাড়ি থেকে তো পায়নি? বান্ধবী তার উত্তর দেবে। তবে ও তো আমারই বান্ধবী । তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।’।

