এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় গঙ্গার ধারে লোকচক্ষুর আড়ালে বেআইনি ভাবে পোস্ত চাষ করা হয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার দুপুরে বিপুল পরিমান পোস্ত ফল সহ গাছ বাজেয়াপ্ত করল পুলিশ । কাটোয়া থানার অগ্রদ্বীপের ভাগীরথীর পাড়ে সাহেবনগর গ্রামের মাঠে ওই গ্রামেরই বাসিন্দা আনসার শেখ ও তার ছেলে মকবুল শেখ সাড়ে তিন কাঠা জমিতে পোস্ত চাষ করেছিল বলে জানা গেছে ৷ পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে ।বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫ কুইন্টাল পোস্ত ফল সহ গাছ । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে ।
জানা গেছে,ধৃত আনসার শেখের পারিবারিক তিন বিঘা জমি রয়েছে । ছোট ছেলে মকবুলকে সঙ্গে নিয়ে এবারে সাড়ে তিন কাঠা জমিতে পোস্ত চাষ করেছিলেন ৷ নজর এড়াতে পটল ও ভুট্টা চাষের আড়ালে শুরু হয়েছিল পোস্ত চাষ । জমিটি নির্জন এলাকায় হওয়ায় সাধারণত মানুষের নজর পড়ত না । কিন্তু গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর চলে আসে । এরপর আজ দুপুরে কাটোয়া -২ বিডিও আসিফ আনসারীকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালায় অগ্রদ্বীপ ফাঁড়ির পুলিস । ইতিমধ্যে পোস্ত গাছগুলিতে ফল ধরতেও শুরু করেছিল । পুলিশ প্রায় ৫ কুইন্টাল পোস্ত ফল সহ গাছ উপড়ে ফেলে তা বাজেয়াপ্ত করে ।
জানা গেছে,মকবুল কেরলে রাজমিস্ত্রীর কাজ করতেন ৷ সপ্তাহ দুয়েক আগে সে কেরল থেকে বাড়ি ফিরে আসে ৷ তখন থেকে বাড়িতেই রয়েছেন মকবুল । আজ সে বেআইনি পোস্ট চাষের অভিযোগে গ্রেপ্তার হয় । প্রসঙ্গত,কাটোয়ায় অজয় নদ ও ভাগীরথীর তীরবর্তী প্রত্যন্ত এলাকায় লোকচক্ষুর অন্তরালে পোস্ত চাষ করার প্রবণতা লক্ষ্য করা যেত স্থানীয় চাষিদের মধ্যে । মূলত পোস্ত ফল থেকে আফিম উৎপন্ন করে কালোবাজারে মোটা টাকা উপার্জনের লোভে পোস্ট চাষ করত চাষিরা । কিন্তু পুলিশ প্রশাসনের কড়া নজরদারির কারনে তাতে লাগাম পড়ে । কিন্তু ফের চাষিদের মধ্যে বেআইনি পোস্ত চাষের প্রবনতা শুরু হয়ে যাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে ।।