সম্প্রতি এক তরুন সন্ন্যাসীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে ওই সন্ন্যাসীকে মুসলিম মেয়েদের পরামর্শ দিয়েছেন যে তারা যদি হিন্দু ছেলেদের বিয়ে করে তাহলে ‘লাভে থাকবে’৷ এমনকি সাত প্রকার ‘লাভ’ ব্যাখ্যাও করছেন তিনি ।
সন্ন্যাসী বলেছেন,’মুসলিম মেয়েদের বলছি, তোমরা হিন্দু ছেলেদের বিয়ে করলে অনেক লাভে থাকবে । প্রথমত,হিন্দু ছেলেকে বিয়ে করলে এখানে তিন সতীনের সাথে ঝগড়া করতে হবে না । দ্বিতীয়ত,হিন্দু পরিবারে বিয়ে করলে স্বামীর সম্পত্তির উপর তোমাদের সমান অধিকার থাকবে । তৃতীয়ত, হিন্দু পরিবারে বিবাহ করলে সন্তান তৈরির ফ্যাক্টরি হতে হবে না । চতুর্থত, এখানে একটু মনোমালিন্য হলে তিন তালাকের সম্মুখীন হতে হবে না । পঞ্চমত,৪৮ ডিগ্রি তাপমাত্রার সময় পর্দার আড়ালে থাকতে হবে না,অর্থাৎ প্রচন্ড গরমে পর্দা লাগিয়ে রাখতে হবে না । ষষ্ঠত,হিন্দু পরিবারে বিয়ে করলে সমস্ত অনুষ্ঠানে যুক্ত হতে পারবে – অর্থাৎ নাচ,গান সিনেমা দেখা, এগুলো থেকে তুমি বঞ্চিত হবে না । সপ্তমত,ভগবান তোমাকে যেরূপে সন্তান দিয়েছে সেই রূপেই থাকবে, তার অঙ্গে কোনো কাটছাঁট করা হবে না ।’
পাশাপাশি হিন্দু ছেলেদের তিনি পরামর্শ দিয়েছেন, ‘আর আমি হিন্দু ছেলেদের বলছি, তোমরা আরও বেশি করে প্রেম ভালোবাসা দিয়ে মুসলিম মেয়েদের বাড়িতে ফেরাও ।’
এরপর সন্ন্যাসী বলেছেন,’তাতে লাভ কি হবে দেখুন, কারন হিন্দু পরিবারের মেয়েরা বেশিরভাগ চাকুরিজীবী পাত্র খোঁজে । এখানে মুসলিম বাড়ির মেয়ে, যেহেতু সে বিধর্মী থেকে এসেছে,তার মধ্যে তোমার প্রতি শ্রদ্ধা ভাব সবচেয়ে বেশি হবে । সে ভেবে নেবে যে আমি হিন্দু বাড়িতে যাচ্ছি, তাই আমাকে অনেক ভালো থাকতে হবে । তার ফলে তোমার পারিবারিক অশান্তি কম হবে । তাই আজ শুধু সীতাকে ঘর ফেরালেই হবে না, রাবনের কন্যা বা বোনকে প্রেম ভালোবাসা করে ঘরে তুলতে হবে । আজ সেই সময় এসেছে এবং তাদের সুরক্ষা দিতে হবে । আমি বলছি, কারোর বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে,তো সেখানে আমাকে নিয়ে চলুন,আমি সমস্ত মতভেদকে মিটিয়ে দেব ।’
এদিকে ওই সন্ন্যাসীর এই প্রকার বক্তব্যের বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন । শ্যামল সাধুখাঁ লিখেছেন, ‘আরে মহারাজ এবার তো এক আইন হয়ে গেছে।’
মহম্মদ রনি আলি লিখেছেন, ‘আপনি ও আপনার পরিবারসহ মুসলিম হলে আল্লাহ আপনাকে জান্নাতে ওবোশেই দেবেন ইনশাল্লাহ ও আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমীন ।’
সানে আলম শেখ লিখেছেন,’বাহ স্বামীজী আপনার মতাদর্শ শুনে স্তম্ভিত হয়ে গেলাম। নিজস্ব মতাদর্শ ও ধর্ম কে সম্মান করুন।অন্য ধর্মের প্রতি বিরূপ ও বিভ্রান্তি মূলক বক্তব্য থেকে বিরত থাকুন।এই এক ই বক্তব্য যদি অন্য কোন ধর্মের লোক আপনাকে দেয় হজম করতে পারবেন তো ? আপনি তো একজন ব্রম্ভচারী এসব আপনার মুখে শোভা পায় না।’
‘বৈদিক সিদ্ধান্ত’ নামে একটি ফেসবুক পেজে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে । ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,’মুসলিম মেয়েদের একটা ভালো পরামর্শ ।’ দিন চারেক আগে পোস্ট করা ভিডিওটিতে ১১ হাজার লাইক ৫ হাজার মন্তব্য করা হয়েছে । তবে ওই সন্ন্যাসীর নাম ও ঠিকানা জানানো হয়নি। সেই কারনে ওই ব্যক্তি আদপেই সন্ন্যাসী কিনা তা স্পষ্ট নয় ।’।