এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১১ আগস্ট : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা কংগ্রেসের কোর ভোটব্যাংক । তাই তারা অনুপ্রবেশকারীদের কিছুতেই হারাতে চায় না । আসাম কংগ্রেস দল অবৈধ অনুপ্রবেশকারীদের ‘নতুন পরিচয়’ দিয়ে আসামে বসতি স্থাপনের চেষ্টা করছে । কারন সামনেই বিধানসভার নির্বাচন । তাই কংগ্রেস অনুপ্রবেশকারী দের ভারতীয় নাগরিক বানাতে চাইছে । আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন,’কংগ্রেস অনুপ্রবেশকারীদের অসমীয়া পরিচয় দিতে চায়। যদি অনুপ্রবেশকারীদের প্রতি কংগ্রেসের এতই প্রেম থাকে, তাহলে কেন তারা তাদের নেতা রাহুল গান্ধীর বাড়িতে আশ্রয় দিচ্ছে না?’
আসলে,আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্প্রতি অনুপ্রবেশকারীদের ‘নতুন অসমীয়া’ বলেছিলেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । তিনি বলেছেন,’অনুপ্রবেশকারীদের যদি তার ‘নতুন অসমীয়া’ মনে হয় তাহলে তিনি তাদের নিজের বাড়িতেই রাখুন । আমার ঘরে অত জায়গা নেই । আসামের আদি বাসিন্দাদেরই জায়গা নেই তো ‘নতুন অসমীয়া’দের জন্য জায়গা কোথা থেকে দেবো ? জমি নেই, জায়গা নেই,ঘর নেই ৷ আমি অসমিয়াদেরই সুবিধা দিতে পারছি না, তথাকথিত ‘নতুন অসমীয়া’দের কোথা থেকে দেবো ? বরঞ্চ ‘নতুন অসমীয়া’দের গৌরব গগৈ ও রাহুল গান্ধীর বাড়িতে পাঠানোই ঠিক হবে ।’
পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন যে রাজ্য সরকারের জবরদখল বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় ফিরে আসলেও এই অভিযান অব্যাহত থাকবে । এখনো পর্যন্ত বন, চারণভূমি এবং অন্যান্য সরকারি স্থান দখল করে থাকা বাংলাদেশি মিঁয়া মুসলিমদের উচ্ছেদ করে ৪৫,৮৭০ একর (১.৩৯ লক্ষ বিঘা) মুক্ত করা হয়েছে ।।