এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ বিপুল সংখ্যায় ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই প্রায় ৫৯ লাখ নাম বাদ যাওয়া প্রায় নিশ্চিত৷ বর্তমানে খসড়া তালিকায় থাকা ভোটারদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে । খসড়া তালিকা থেকে ঠিক কত সংখ্যক নাম বাদ যেতে চলেছে তা এখনো স্পষ্ট নয়৷ বাদ যাওয়া নামের সংখ্যা অন্তত এক কোটি হতে পারে বলে অনুমান । এমতবস্থায় “মরিয়া” শাসকদল ক্ষমতায় টিকে থাকতে “বুথ দখল” করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি । তাই তৃণমূল যাতে বুথ দখল না করতে পারে সেজন্য মহিলাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দিলেন তিনি৷ লকেট চ্যাটার্জি বলেছেন, ‘বাংলাকে যদি বাংলাদেশ করতে না চান তাহলে তৃণমূলের বুথ দখল যেকোনো ভাবে রুখতে হবে৷ আর তার জন্য মা-বোনেরা হাতা-বালতি-খুন্তি-বঁটি, হাতের কাছে যা পাবেন তাই নিয়ে রুখে দাঁড়াবেন ।’
আজ বুধবার কাটোয়া ২ ব্লকের পলসোনা গ্রামে বিজেপির ‘পরিবর্তন সভা’ য় যোগ দেন লকেট চ্যাটার্জি । সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সবাইকে ভোট ভালো করে করাতে হবে । প্রত্যেকটা বুথে কেন্দ্র বাহিনী থাকবে৷ যদি বুথের মধ্যে রিগিং হয় বা অন্য কিছু হয়, তাহলে মা বোনেদের রুখে দাঁড়াতে হবে । হাতা-বালতি-খুন্তি-বঁটি, হাতের কাছে যা পাবেন তাই নিয়ে রুখে দাঁড়াবেন । নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে মায়েদের হাতে অস্ত্র তুলে নিতে হবে । নিজেদের সন্তানকে তো বাঁচাতে হবে । তানাহলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে । সেই কারণে সকলকে বলবো ২০২৬ আমাদের কাছে অগ্নি পরীক্ষা। আমরা বাংলাকে বাংলাদেশ হতে দেব না।’
আজ পলসোনা গ্রামে বিজেপির ‘পরিবর্তন সভা’য় লকেট চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতা রাজীব ভৌমিক, সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি স্মৃতিকণা বসু, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ সহ অন্যান্যরা।।

