এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩১ মার্চ : মুখে দাড়ি,ঢিলেঢালা পোশাক,আর নিয়ম করে নামাজ না পড়লে চাকরির মায়া ত্যাগ করতে হবে । এমনই ফরমান জারি করেছে অস্ত্রের জোরে আফগানিস্তানের দখল নেওয়া তালিবানরা । এনিয়ে সম্প্রতি নোটিশ করেছে তালিবান সরকার । তাতে নির্দেশ দেওয়া হয়েছে,সরকারি কর্মীদের দাড়ি রাখা, নামাজ পড়া এবং ঢিলেঢালা জামা-কাপড় পরা বাধ্যতামূলক ৷ অন্যথা চাকরি থাকবে না । সরকারের নতুন এই আইন প্রয়োগ নিশ্চিত করতে আফগানিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে টহল দেওয়া শুরু করে দিয়েছে । নির্দেশ ঠিকমত মেনে চলা হচ্ছে কিনা তা জানতে সরকারি দপ্তরগুলিতে গিয়ে রোজ নিয়ম করে তাঁরা খোঁজখবর নিচ্ছেন । যদিও এই বিষয়ে বিদেশী মিডিয়ার কাছে মুখ খোলেনি তালিবানরা ।
গত বছরের আগস্টের মাঝামাঝি নাগাদ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা । আশা করা হয়েছিল তাঁরা কট্টরপন্থী মানসিকতা দূরে সরিয়ে রেখে নয়া আফগানিস্তান গঠনে মনোনিবেশ করবে । কিন্তু সময় যত এগুচ্ছে ততই তালেবানিদের কট্টরপন্থী মানসিকতা প্রকাশ্যে আসছে । এর আগে গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বালিকা বিদ্যালয়গুলো খুলে দিয়েছিল তালেবান সরকার । কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে । মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে লাগাম টানে তালিবানি সরকার । এমনকি অভিভাবক ছাড়া মেয়েদের বিমানে ভ্রমনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় । এবার দেশের সরকারী কর্মচারীদের নিয়ে নতুন নির্দেশ জারি করল তালিবানরা ।।