এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ এপ্রিল : দ্বিতীয় পর্বের করোনার ঢেউ ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে । প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । তাই এবার করোনা সংক্রমনে লাগাম টানতে তৎপর হল পুলিশ প্রশাসন । মাস্ক না পড়লে বা সামাজিক দূরত্ব না মানলে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে প্রচার শুরু করে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পাশাপাশি কোথাও জমায়েত না করারও নির্দেশ দেওয়া হয় । রবিবার পুলিশের পক্ষ থেকে এনিয়ে এলাকায় মাইকে করে প্রচার চালানো হয় । সোমবার থেকেই এলাকায় পুলিশের কড়া নজরদারি শুরু হতে চলেছে বলে খবর । কাটোয়ার পাশাপাশি এদিন ভাতার, মঙ্গলকোট প্রভৃতি থানার পক্ষ থেকেও করোনা বিধি মেনে না চললে কড়া ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রচার করা হয় ।
এদিকে এদিন প্রচুর মানুষ কাটোয়া মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিন নিতে আসেন । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জানানো হয় ভ্যাকসিন সরবরাহ না থাকায় শুধুমাত্র দ্বিতীয় ডোজই দেওয়া হবে । এদিন কেউ প্রথম ডোজ পাবেন না । কর্তপক্ষের কাছ থেকে এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন । তাঁরা তুমুল বিক্ষোভ শুরু করে দেন । শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।
রাজ্যে নির্বাচনের আবহে সামাজিক দূরত্ব বজায় রাখা দুরের কথা মাস্ক পড়াও কার্যত শিকেয় উঠে গেছে । এদিকে করোনা বিধি মেনে চলা নিয়ে প্রশাসনিক কড়াকড়ি না থাকার ফলে ভোট পর্বের মধ্যেই হু হু করে বেড়ে গেছে কোভিড আক্রান্তের সংখ্যা । পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪১ জন । তার মধ্যে ১৩ জন উপসর্গযুক্ত বাকি উপসর্গবিহীন । মোট আক্রান্তের মধ্যে কাটোয়া পৌরসভা এলাকায় রয়েছেন ৬ জন, কাটোয়া-১ ব্লকে ৫ জন, কাটোয়া-২ ব্লকে ৫ জন,দাঁইহাট পুর এলাকায় ৫ জন,মঙ্গলকোটে ১৪ জন,কেতুগ্রাম-১ ব্লকে ৩ জন,কেতুগ্রাম-২ ব্লকে ৩ জন ও ভাতারে ৩৯ জন । শনিবারেও জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৪৮ জন । প্রতিদিন জেলায় এভাবে ব্যাপক হারে করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে ।
তাই এলাকায় করোনা সংক্রমণে লাগাম টানতে এদিন কাটোয়া পুর এলাকার ওষুধের দোকানদার এবং ক্লাব কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস ভট্টাচার্য্য ও পুরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার অরিন্দম বিশ্বাস । এলাকার কারোর জ্বর,সর্দির উপসর্গ হলে তাদের কোভিড টেস্ট করানো হবে বলে এদিন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে । তাই ওই ধরনের উপসর্গের কারনে কেউ ওষুধ কিনতে এলে সেই ব্যক্তি সম্পর্কে তথ্য পুরসভাকে জানানোর জন্য আবেদন জানান কাটোয়া পুরসভার আধিকারিকরা । পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য ক্লাব কর্তাদের কাছে আবেদন জানানো হয় ।।