এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৩ ডিসেম্বর : আজ শনিবার আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় বিপুল টাকা খরচ করে টিকিট কেটে হাজার হাজার ক্রীড়াপ্রেমী যুবভারতী স্টেডিয়ামে (Yuba Bharati Stadium) জড়ো হয়েছিলেন৷ মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Surez) ও রদ্রিগো ডি পল (De Paul)। কিন্তু মেসি গাড়ি থেকে নামার পর মন্ত্রী অরূপ বিশ্বাস, কর্তা সুজিত বসু ও তাদের পরিবারের লোকজন, অভিনেতা শাহরুখ খান ও আরও আমন্ত্রিতদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীরা এমনভাবে ঘিরে থাকে যে মেসির টিকি পর্যন্ত দেখতে পায়নি দর্শকরা । এরপর ক্ষিপ্ত দর্শকরা গ্যালারির চেয়ায় ব্যাপক ভাঙচুর শুরু করে দেয় । উপরে ফেলা হয় তাঁবু ও সাইনবোর্ড । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশ । পরে ফুটবল প্রেমীরা স্টেডিয়ামের বাইরে এসে অরূপ বিশ্বাস ও সুজিত বসুদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে টিকিটের টাকা ফেরতের দাবি জানান । সেই সমস্ত মেসি প্রেমীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছেন, “মেসিকে দেখতে পেলেন না, মাসির(মমতা ব্যানার্জি) বাড়ি কালিঘাটে গিয়ে টিকিটের টাকা আদায় করুন”।
আজ বিকেলে হুগলি জেলার বলাগড়ে বিজেপির ডাকে পরিবর্তন সংকল্প সভায় ভাষণে শুভেন্দু অধিকারী বলেন,’মমতা ব্যানার্জির কপালটাই খারাপ । ভগবানও বলছেন এবারে তোমাকে যেতে হবে।’ এরপর তিনি গান গাইতে শুরু করেন, “তোমার যাওয়ার সময় হলো দাও বিদায়” । এরপর তিনি বলেন, ‘কারণ মমতা ব্যানার্জি শেষ৷ দুটো চোরকে ধরেছে…. সুজিত বোস আর অরূপ বিশ্বাস ।মেসিকে দিয়ে বলালেন খেলা হবে । এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে । এমন খেলা হয়েছে, চোরেরা শয়ে শয়ে কোটি টাকা লুট করেছে মেসির নামে । টাকা ফেরত দিতে হবে৷ আর অরূপ -সুজিতকে কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যেতে হবে ।’
এরপর তিনি যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হওয়া দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘মেসিকে তো দেখতে পেলাম না, মাসির বাড়ি কালীঘাটে যান । গিয়ে টাকা আদায় করুন । তাই ভগবানও চাইছে না। আর মেসিও ভালো করে জানতো ওনার সঙ্গে যে হাত মেলাবে তারই পতন সুনিশ্চিত ।’তিনি বলেন, ‘তেজস্বী যাদব গন ফট৷ অখিলেশ যাদব গন ফট । কেজরিওয়াল গন ফট । যার সঙ্গে হাত মিলিয়েছে, পরেই ধপাশ । তাই আজকের সব লন্ডভন্ড হয়ে গেছে ।’
পাশাপাশি তিনি মহিলাদের পরামর্শ দেন যে মমতা ব্যানার্জির সভায় গেলে তারা যেন সোনার গহনা বাড়িতে খুলে রেখে যান । শুভেন্দু বলেন,’মা- বোনেদের কাছে অনুরোধ করব যে মমতার সভায় গেলে আপনাদের গলার বা হাতের গহনা সব বাড়িতে খুলে রেখে যাবেন । কারণ এই বুবুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছ, সব খাওয়া হয়ে গেছে । এখন মমতা যেখানে যায় সেখানে মেয়েদের গলার হার ছিনতাই করছে । কৃষ্ণনগরের তাই হয়েছে । সাবধান সাবধান সাবধান।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন 👇
প্রসঙ্গত, কত পরশু নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জির বক্তব্য শেষে একের পর এক মহিলা অভিযোগ করেন যে তাদের গলায় থাকার সোনার গহনা ছিনতাইবাজরা খুলি নিয়ে পালিয়েছে । অনেক মহিলাকে সভাস্থলের মধ্যে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।।
