🌼 “ঈশ্বরকে নিরাকার ব’লে বিশ্বাস থাকলেও তাঁকে পাওয়া যায় । আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাঁকে পাওয়া যায় । তাঁতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া,এই দুটি দরকার । মানুষ তো অজ্ঞান, ভুল হ’তেই পারে । একসের ঘটিতে কি চার সের দুধ ধরে ! তবে যে পথেই থাকো,ব্যাকুল হ’য়ে তাঁকে ডাকা চাই । তিনি তো অন্তর্যামী – সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন । ব্যাকুল হ’য়ে সাকারবাদীর পথেই যাও, আর নিরাকারবাদীর পথেই যাও,তাঁকেই (ঈশ্বরকেই) পাবে । মিছরীর রুটী সিধে ক’রেই খাও, আর আড় ক’রেই খাও ; মিষ্টি লাগবে ।”
কথামৃত - ১/১৫/৩