দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : মারের বদলা পালটা মারের নিদান দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দলীয় জনসভায় যোগ দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন,’তৃণমূল যদি মারতে আসে,পালটা মার দিন,আমি দেখে নেব,রাজ্য সভাপতি হিসাবে বলছি । পালটা মারুন, মার খাবেন না, অনেক হয়েছে । অনেক মার খেয়েছি আমরা, অনেক সহ্য করেছি । পুলিশ প্রশাসনের উপর ভরসা করেছিলাম,কিন্তু তারা কোনো কাজ করছে না । পুলিশ মামলা দিলে আপনাদের জামিনের ব্যবস্থা হাইকোর্ট থেকে করব । প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে লড়ব ।’
পাশাপাশি তিনি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন,’আর তৃণমূলের গুন্ডাদের বলে যাই, দেখো ভাই আমি মাস্টার মশাই,তোমাদের মত অনেক বেয়াদব ছাত্রকে সোজা করেছি । আমি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি অব্দি পড়িয়েছি । তোমাদের মত গুন্ডাদের মাটির ১০০ ফুট নিচে পুতে দিতে হয় সুকান্ত মজুমদারের জানা আছে । পার্টি করছেন করুন, চুরি করছেন করুন, কিন্তু বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে তার হিসাব কড়ায়গন্ডায় বুঝিয়ে দেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের আছে ।’
নাম না করে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে সুকান্ত বলেন,’শিল্প খুঁজতে গিয়ে বলছেন, প্রচুর শিল্প পেয়েছি । কোন কোন শিল্পপতি পেলেন? শেষে কিনা সৌরভ গাঙ্গুলি ! যাকে আমরা ক্রিকেটার হিসাবে জানি, সম্মান করি,আমার সাথে পরিচয়ও আছে । অমিত শাহজির সাথে তার বাড়িতে একবার যাওয়ার সৌভাগ্যও হয়েছিল । তিনি কি করবেন? ২,৫০০ কোটি টাকার ইস্পাত শিল্প করবেন । ওই টাকায় কি হবে,লোহার রড তৈরির শিল্পও হবে না । ২৫,০০০ কোটি টাকা লাগে একটা শিল্ল তৈরি করতে । আর মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন, বোকা বানাচ্ছেন ।’
এদিন কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে নজিরবিহীন আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি । তিনি বলেন,’আপনাদের জেলায় তো চোরের অভাব নেই, সব বড় বড় চোর । এখানে কাটমানি সিন্ডিকেটের সম্রাট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূলে গেলেন । এখন কি করবেন? কংগ্রেসের ‘পাপ্পু’ আর তৃণমূলের ‘আপ্পু’ তো জোট করছে । দিল্লির পাপ্পু হল রাহুল গান্ধী, আর বাংলার আপ্পু হল কয়লা ভাইপো । এখন রবীন্দ্রনাথ বাবু কি করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না । কোটি কোটি টাকার মালিক হয়েছেন । শুনলাম কলকাতাতেও নাকি বাড়ি কিনেছেন ।’ এরপর স্বপন দেবনাথকে নিশানা করে তিনি বলেন,
‘তৃণমূলের এক একটা বিধায়ক বড়বড় চোর । পূর্বস্থলীর দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ,শিক্ষিত বেকার ভালো ভালো ছেলেরা বসে আছে,আর তার ছেলে চাকরি পেয়েছে । উনি নাকি এক সময় হাফ প্যান্ট পরে সাইকেলে চড়ে ঘুরে বেড়াতেন ।’
এদিন
এদিন সকালে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কাটোয়া থানার সিঙ্গি গ্রামে আসেন সুকান্ত মজুমদার । তার আগে কাটোয়ার বিজেপি নেতা প্রাক্তন পুরচেয়ারম্যান অমর রামের বাড়িতে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন । সকাল সাড়ে ১১ টা নাগাদ কাটোয়া শহরের স্টেডিয়াম পাড়ায় ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিতে অংশ নেন সুকান্ত । সন্ধ্যা নাগাদ পানুহাট ইদারাপাড়ে লুমলেস মাঠে দলীয় জনসভায় অংশ নেন তিনি । উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, বিধায়ক লক্ষণ ঘরুইসহ জেলা নেতৃত্ব ।।