এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,২৫ ডিসেম্বর ঃ আগামী বিধানসভা নির্বাচনে দল ২২০ টা আসন না পেলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষনা করলেন বীরভুম জেলার তৃনমুলের সভাপতি অনুব্রত মন্ডল । শুক্রবার বিকেলে কেতুগ্রামের কাঁদরায় হাসপাতাল সংলগ্ন মাঠে দলীয় জনসভায় যোগ দেন অনুব্রত । জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, ‘কেতুগ্রামের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি,২২০ টা সিট নেব । তা না হলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব । রাজনীতি করব না ।’ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, ‘তুমি বলেছিলে ২ কোটি চাকরি দেবো । সব শ্রেনীর মানুষকে ১৫ লক্ষ করে টাকা দেবো । তুমি দিতে পারোনি । তুমি মিথ্যা কথা বলেছ । তুমি বেইমানের দল । ছাড়বো না । তার জবাব ২১-শে দেবো ।’ পাশাপাশি অনুব্রত বলেন, ‘রাজ্যের মানুষ তোমাদের কেন ভোট দেবে ? রাজ্যের ৬৭ টা প্রকল্প তোমরা বন্ধ করে দেবে ।’
উল্লেখ্য, গত মঙ্গলবার যে মাঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করে গিয়েছিলেন আজ একই মাঠে সভা করেন অনুব্রত । আর সভায় জনসমাগম প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ” সেদিন দিলীপ ঘোষ সভা করে গিয়েছিল। দুহাজার লোক ওদের হয়নি। আজ আমাদের সভায় এক লক্ষ লোক এসেছেন । অনেকে ভিড় ঠেলে সভায় আসতে পারেনি।” আরপর দিলীপ ঘোষের উদ্দেশ্যে অনুব্রত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ” দিলীপ ঘোষের লজ্জা থাকলে আর এখানে সভা করতে আসবে না। এরপর দিলীপ ঘোষ কেতুগ্রামে এলে ওকে মানুষ প্যান্ট খুলে বাড়ি পাঠাবে।”
অনুব্রত মন্ডলের বক্তব্য শুনুন :
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এদিন শুভেন্দু অধিকারীকেও বেঁধেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন,’ মন্ত্রী ছিলে ১০ বছর। ভালো লুটেপুটে খেয়েছো।কম নাওনি।১৮ জায়গায় চেয়ারম্যান ছিলে। বড় বড় পদে সেক্রেটারি ছিলে ।তখন কেন ছেড়ে দাওনি? তখন কেন বলোনি মন্ত্রী হবে না? খুব লজ্জা লেগেছিল না? খুব কষ্ট লেগেছিল না? রোজগার করে নিয়ে গিয়েছিলে দিদিকে ভাঙ্গিয়ে । আল্লা ঈশ্বর খাতির করবে না।”
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মন্ডল । তাঁর কথায়,’আজকের জন সমাবেশ দেখে দিলীপ ঘোষ আর কেতুগ্রাম বা বোলপুরে সভা করতে আসবেন না ।’ শুভেন্দু অধিকারী বোলপুরে সভা করলে সেটা কিভাবে দেখবেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘ওনাকে ওয়েলকাম । তারপরে দেখবো।’