যদি শুদ্ধ মন হয়,কেন ধ্যানধারণা হবে না ? কেন দর্শন হবে না ? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গর গর করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয় ।
জপধ্যানে সব সময় আলস্য ত্যাগ করতে হয় । দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরীতে উঠেছি । তখন রাত তিনটায় উঠতুম । পরদিন আরও দেরীতে উঠলুম । ক্রমে দেখি আর সকালে ওঠার ইচ্ছা যাচ্ছে না । তখন মনে হল, ওরে এই ত আলস্যে পেয়েছে । তারপরে জোর করে উঠতে লাগলুম,তখন সব পূর্বের মত হতে লাগল । এ সব বিষয়ে রোক করে অভ্যাস রাখতে হয় ।
সাধন বল,ভজন বল,তীর্থদর্শন বল,অর্থোপার্জন বল- সব প্রথম বয়সে করে নিতে হয় । এই আমি তখন হেঁটে হেঁটে কাশীবৃন্দাবনে কত দর্শন করেছি । এখন দু’হাত যেতে হলে পাল্কি চাই-ধরে ধরে নিতে হয় । বৃদ্ধ বয়সে কফ-শ্লেষ্মায় ভরা । শরীরে সামর্থ্য নেই,মনে বল থাকে না -তখন কি কোন কাজ হয় ? এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে,এ ঠিক দিচ্ছে,ঠিক সময়ে হচ্ছে । বাবা,সাধন বল,ভজন বল,সব এখন,এই বয়সেই করে নেবে । শেষে কি আর হয় ? যা করতে পার,এখন ।
শ্রী শ্রী মায়ের কথা - দ্বিতীয় খন্ড পৃষ্ঠা ১৯৬-৯৭