প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জুন : পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে কলকাতা হাইকোর্টকে নিশানা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের জনসভায় বক্তব্য রাখতে উঠে সায়নী বলেন,’হাইকোর্ট মনে করলে বি জেপি কে জয়ী ঘোষণা করে দিতে পারে । আমরা (তৃণমূল কংগ্রেস)সেই ভয় পাচ্ছি ।’ হাইকোর্ট নিয়ে সায়নী ঘোষের এমন কটাক্ষ রাজনৈতিক মহলে যথেষ্টই শোরগোল ফেলে দিয়েছে । যদিও বিজেপি নেতৃত্বের দাবি,’পঞ্চায়েত ভোট নিয়ে শাসক দলের সব পরিকল্পনা হাই কোর্টের নির্দেশে ভেস্তে যাওয়ায় শাসক দল এখন দিশেহারা অবস্থা ।’
পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল পর্ব শেষ হতেই সর্বত্র প্রচারে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও নেতা নেত্রীরা। তারই মধ্যে পঞ্চায়েত ভোট সংক্রান্ত নানা ইশু নিয়ে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবিতে করা মমলার রায় শুভেন্দু অধিকারির পক্ষে গিয়েছে। বাকি মামলা গুলিতেও
কমিশন নস্তানাবুদ হচ্ছে।এ সব নিয়ে শাসক দলের নেতা নেত্রীরাও বেজায় ক্ষুব্ধ।এদিন সায়নীর
বক্তব্যে যেন সেই ক্ষোভেরই বহি:প্রকাশ ঘটে ।
তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নি
ঘোষ এদিন দুপরে প্রথমে সতীপীঠের অন্যতম পীঠ,বাহুলাক্ষি মন্দিরে পূজা দেন । এরপর পায়ে হেঁটে কেতুগ্রামের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন । এরপরে তিনি কেতুগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথ সভা করেন । সেই পথ সভাতে তিনি রাজ্য সরকারের উন্নয়ন কাজের নানা খতিয়াত তুলে ধরেন। এর পর ওই সভা থেকেই সায়নী কলকাতা হাইকোর্টকে নিশানা করে বলেন,’হাইকোর্ট এখন সব বিজেপির পক্ষে রায় দিচ্ছে । হাইকোর্ট যদি এখন মনে করে বিজেপি কে জয়ী ঘোষণা করে দেবো,তাও হতে পারে ।’ সভা শেষে এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী বলেন,’আমরা ভয় পাচ্ছি । হাইকোর্ট মনে করলে বিজেপিকে জয়ী ঘোষণাও করে দিতে পারে । আর যদি এরকম হয়,তা অসাধারণ চিত্রনাট্য হবে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে বিরাজ করেন।তাই যারা যাই করুক না কেন ওই জায়গা থেকে মানুষকে কেউ সরাতে পারবেনা ।’
পঞ্চায়েত ভোটের দিন নির্দিষ্ট হয়েছে ৮ জুলাই । তার আগে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষর এমন মন্তব্য রাজনৈতিক ভাবে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠেছে, তাহলে কি পঞ্চায়েত ভোটের ফল নিয়ে কোন অশনি সংকেত পাচ্ছে শাসক দল ? এই প্রসঙ্গে জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’রাজ্য পুলিশকে নিয়ে এক তরফা ভোট করিয়ে সব পঞ্চায়েত দখলের পরিকল্পনা ছিল শাসক দলের । কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি নিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করে শাসক দলের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। রাজ্যে পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য হাইকোর্ট একের পর এক যে নির্দেশ দিচ্ছে। আর তাতেই এখন দিশেহারা শাসক দলের নেতৃত্ব ।’।