এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,২৭ ডিসেম্বর : সানি লিওনের ‘মধুবন মে রাধিকা’ গানটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে,তিন দিনের মধ্যে মিউজিক ভিডিওটি না তুলে নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । মন্ত্রী বলেন, ‘কিছু বিধর্মী ক্রমাগত হিন্দু অনুভূতিতে আঘাত করে যাচ্ছে । ‘মধুবন মে রাধিকা নাচে’ ভিডিওটি এমনই একটি নিন্দনীয় প্রচেষ্টা । আমি সানি লিওনজী শারিবজী এবং তোশিজীকে সতর্ক করছি । যদি তাঁরা তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার পরে গানটি সরিয়ে না দেয়, তাহলে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।’
উল্লেখ্য,সানি লিওনের ‘মধুবন মে রাধিকা’ মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন শিল্পী শারিব ও তোশি (Shaarib and Toshi) । এই গানটি নিয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিতর্ক সৃষ্টি হয়েছে ।
উত্তরপ্রদেশের মথুরার কিছু পুরোহিতও এই গানের উপর নাচকে ‘অশ্লীল’ বলে অভিযোগ করে গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন । সম্প্রতি মথুরায় শ্রীকৃষ্ণ সেনা সংগঠন ও যুব ব্রাহ্মণ মহাসভা সানি লিওনের কুশপুত্তলিকা দাহ করে । সানি লিওনের এই ভিডিও অ্যালবামে ১৯৬০ সালের ক্লাসিক ছবি ‘কোহিনূর’-এর গান ‘মধুবন মে রাধিকা নাচে রে’-এর কয়েকটি লাইন রয়েছে । ভিডিওটি রিলিজ হওয়ার পর থেকেই বিভিন্ন হিন্দুত্বপন্থী সংগঠন হিন্দুদের অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে গানটি সরিয়ে নেওয়ার জন্য দাবি তুলছেন । এবার একই দাবি তুলে সরব হলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ।।