এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৮ জুন : পশ্চিমবঙ্গে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে । তার মধ্যে ডোমজুড়ের বাঁকড়ার একটা ফ্লাটে উত্তর ২৪ পরগণা জেলার সোদপুরের এক যুবতীকে ১৫০ দিনের অধিক দিন ধরে পাশবিক অত্যাচারের ঘটনায় তোলপাড় চলছে গোটা রাজ্য । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’শেখ শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এই রাজ্যের কোন নারী সুরক্ষিত নয়৷ মমতা ব্যানার্জীর ডান হাত অনুব্রত মণ্ডল আইসিকে বলছে “তোর স্ত্রী আর মাকে ধর্ষণ করবো”, একবার নয় পাঁচ বার বলেছে ।’ অনুব্রত মণ্ডল দ্বারা বোলপুরের আইসির মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে আগামীকাল বোলপুরে নারীর সম্মান যাত্রায় উপস্থিত থাকবেন বলেও জানান শুভেন্দু অধিকারী ।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির কানমারী এলাকায় খুন হওয়া প্রদীপ মন্ডল,দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডলকে আজ শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ সন্দেশখালির কানমারী এলাকার ওই তিন নিহতের ছবিতে ফুলের মালা দিয়ে তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন । পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘২০০৯ সালে সন্দেশখালিতে প্রদীপ মন্ডল, দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডলের নেতৃত্বে হিন্দু সংহতির প্রথম একটা শাখা তৈরি হয় । উপস্থিত ছিলেন প্রয়াত তখন ঘোষ । সেই সময় থেকে এরা টার্গেট হয়ে গিয়েছিল । ২০১৭ সালে মমতার পুলিশ এদেরকে তিনবার জেলে ঢুকিয়েছে। আর ২০১৯ সালের আজকের দিনে, জামাইষষ্ঠীর দিন ছিল, এদেরকে নৃশংস ভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় । আর নিহতদের পরিবারগুলো যে মামলা করেছিল, তার ভিত্তিতে মমতার পুলিশ শাহজাহান, কাদের মোল্লাদের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেয়।’
তিনি বলেন,’তারপরে আমরা সিবিআই তদন্তের দাবিতে গত বছর হাইকোর্টে যাই । এই শুনানি অন্তর্ভুক্ত করা হয়েছে আদালতে । অর্ডার রিজার্ভ করা হয়েছে । আমরা আশাবাদী যে এরা বিচার পাবে ।’ তিনি আরও জানান,হিন্দুত্বের মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারী এই হিন্দুযোদ্ধারাই আমাদের পথপ্রদর্শক। এই তিন হিন্দুযোদ্ধার হত্যাকারীদের চরম শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
প্রসঙ্গত,কাকদ্বীপের বাসিন্দা নিউটন দাসের নাগরিকত্ব নিয়ে এখন বিতর্ক চলছে । নিউটন তৃণমূলের ছাত্র নেতা । বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনেও তাকে দেখা গিয়েছিল । সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি তুলে একাংশের অভিযোগ যে নিউটন বাংলাদেশি। তিনি যোগ দিয়েছিলেন গত হাসিনা-বিরোধী গণঅভ্যুত্থানে। আবার সেই নিউটনের নামই জ্বলজ্বল করতে দেখা গেল কাকদ্বীপের ভোটার তালিকায়। এমনকি, সে যে ওপার বাংলার নাগরিক সেই কথা স্বীকার করেছেন নিউটনের দাদা তপন দাসও। নিউটন নিজে স্বীকার করেছে, ‘২০১৪ সাল থেকেই আমি কাকদ্বীপের ভোটার। এমনকি, ২০১৬ সালে আমি কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাকে ভোট দিয়েছিলাম।’ এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এরকম কয়েক লক্ষ আছে । আনসারুল বাংলার জঙ্গি সাদ শেখ তো তিনবার ভোট দিয়েছে ।’।

