এইদিন ওয়েবডেস্ক,লাস ভেগাস,২৯ অক্টোবর : শনিবার লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলে আমেরিকায় ইসলামি সন্ত্রাসীদের আমেরিকায় ঢুকতে দেবেন না । তিনি ইউরোপের অন্যান্য দেশের ইসলামি জিহাদি মানসিকতার বিষয়ে নরম মানসিকতার সমালোচনা করে সাফ জানিয়ে দেন, ‘আমরা ইসলামি জিহাদ নিয়ে ইউরোপের মতো হতে চাই না। আপনি যদি জিহাদিদের প্রতি সহানুভূতিশীল হন তবে আমরা আপনাকে আমাদের দেশে চাই না ।’ পাশাপাশি তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন ।
মার্কিন সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ট্রাম্প উপস্থিত শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন,’আমরা কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? আমি ফের নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আগের মত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করব ।’ উল্লেখ্য,২০১৭ সালে রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং প্রাথমিকভাবে ইরাক এবং সুদান থেকে ভ্রমণকারীদের প্রবেশের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক বলে দাবি করে অবিলম্বে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল । কিন্তু ট্রাম্পের কট্টর অভিবাসন বিরোধী এজেন্ডা থাকায় নিষেধাজ্ঞা তার সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প কর্তৃক প্রণীত ঘৃণ্য, অ-আমেরিকান মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পেরে গর্বিত ।।