এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ আগস্ট : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বিপাকে ফেলতে চেষ্টার কোনো কসুর করছেন না লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী । “অপারেশন সিঁদূর” সামরিক অভিযানে মোদির একতরফাভাবে যুদ্ধ বিরতি ঘোষণা থেকে শুরু করে বর্তমানে কথিত ভোট চুরির অভিযোগ নিয়ে বাজার গরম করছেন রাহুল গান্ধী । তাকে সমানতালে সঙ্গ দিচ্ছে ইন্ডি জোট শরিকরা । কিন্তু রাহুল গান্ধীর এই প্রচার দেশের ভোটারদের জনমানসে কি আদপেই কোন প্রভাব ফেলেছে ? এই প্রশ্ন উঠছে । যদিও প্রশান্ত কিশোরের মতো রাজনৈতিক অভিজ্ঞরা রাহুল গান্ধীর এই প্রচারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ । সম্প্রতি প্রশান্ত কিশোর মন্তব্য করেছেন যে রাহুল গান্ধীকে সংবাদমাধ্যম ছাড়া কোন মানুষই পাত্তা দেয় না । এক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে অর্থের বিনিময়ে কাজ করা “ভোট কুশলী” প্রশান্ত কিশোরের এই মন্তব্য যে নিছক অমূলক নয়, তা ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনের সাম্প্রতিক সার্ভেতে সেটা উঠে এসেছে ।
জাতীয় স্তরের ওই ইংরেজি সংবাদমাধ্যমটি বর্তমান সময়ে ভোট হলে কি ফলাফল হতে পারে তার ইঙ্গিত পাওয়ার জন্য একটা সমীক্ষা চালিয়েছিল । যে সমীক্ষাতে রাহুল গান্ধীদের জন্য বিশেষ একটা সুখবর দেওয়া হয়নি । ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, আজ যদি ভোট হয় তাহলে এনডিএ ৩২৪ টি আসন পেতে পারে । অন্যদিকে ইন্ডি জোট পেতে পারে ২০৮ টি আসন । তবে সমীক্ষা অনুযায়ী বিজেপি নিরংকর সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি একা পেতে পারে ২৬০ টি আসন । যেখানে কংগ্রেস ৯৭ টি আসন পেতে পারে । ইন্ডিয়া টুডে মুড অফ দ্য ন্যাশন সার্ভেতে ৫২% ভোটার নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী দেখতে চান । অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২৫% ভোটার ।
সার্ভেতে বিহার লোকসভারও ভবিষ্যদ্বাণী করা হয়েছে । বিহারে বিজেপি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০-৩২ টি আসন এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট ৮-১০ টি আসন পেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে । পাশাপাশি সমীক্ষায় এটাও দেখা গেছে যে উত্তরপ্রদেশ এবং আসামে এনডিএ জোট এগিয়ে আছে ।।