প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ সেপ্টেম্বর : সরকারী অনুদান নিয়ে দুর্গা পুজো করলে পুজো মণ্ডপে টাঙাতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি । সরকারী অনুদান নিয়ে দুর্গা পুজো করা কমিটি গুলিকে সোমবার এমনই নিদান দিলেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী।শুধু নিদান দেওয়াই নয়,পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোয় আপত্তি থাকলে কি করতে হবে তাও এদিন বাতলে দিয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের এই তৃণমূল বিধায়ক । তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ,মুখ্যমন্ত্রীর ছবি টাকাতে আপত্তি থাকলে সরকারী অনুদানের টাকা নেবেন না।পুজো অনুদান নিয়ে তৃণমূল বিধায়কের এই ফতোয়ার কড়া সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব।
ভাতারের ১৬২ টি পুজো কমিটি এবছর সরকারী অনুদান পাচ্ছে । তার জন্য রীতিমত মঞ্চ বেঁধে পুজো কমিটি গুলিকে পুজোর অনুদান দেবার ব্যবস্থা এদিন করা হয় ভাতার থানায়। ৭৫ টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয় এদিন । বাকি কমিটি গুলিকে এক দু দিনের মধ্যে চেক তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। থানায় আয়োজিত পুজো অনুদান প্রদান অনুষ্ঠানে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী সহ জেলা পুলিশের অন্য কর্তারাও উপস্থিত ছিলেন।
সেই মঞ্চে দাড়িয়েই পুজো অনুদানের চেক নিতে আসা পুজো কমিটি গুলিকে উদ্দেশ্য করে চড়া সুরে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ’মাননীয়া মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছে তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যাণ্ডেলে টাঙানো থাকে।এটা টাকাটা কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আপনারা নিচ্ছেন।এটা সরকারের টাকা।মুখ্যমন্ত্রী সরকারের লোক।কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন,অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না।এটা খুব বাজে জিনিস। মুখমন্ত্রীর ছবি পুজো মণ্ডপে টাঙাতে আপত্তি থাকলে টাকা আপনারা টাকাটা নেবেন না।ছবি টাঙাতে অসুবিধা হলে তাদের টাকাটা না নেওয়াটাই ভালো।অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না।আপনারাও নেবেন না। পাশাপাশি পুজোয় ডিজে ব্যবহার বন্ধে পুলিশকে সক্রিয় হবার পরামর্শ দেন বিধায়ক ।
ভাতারের বিধায়কের বক্তব্য শুনুন 👇
পুজোর সরকারী অনুদান নিয়ে তৃণমূল বিধায়কের এহেন নিদানের সমালোচনা করে জেলা বিজেপির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ’সরকার আর দল সব গুলিয়ে ফেলেছেন বিধায়ক। তাই এরকম হুঁশিয়ার দিয়েছেন। পুলিশ প্রশাসনের মঞ্চে বসে তিনি নিয়ম তৈরি করছেন। এটা মানা যায় না।’ তবে বিধায়কের পাশে দাড়িয়ে ভাতারের অপর তৃণমূল নেতা শান্তনু কোনার বলেন,’কৃতজ্ঞতা প্রকাশের জন্য বা ধন্যবাদ দেবার জন্য বিধায়ক একথা বলেছেন। এটা একেবারে সাধারণ কথা।এটা তিনি বলতেই পারেন।’।