এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,২৩ জানুয়ারী : ‘গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে’ বলে মত প্রকাশ করেছে গুজরাটের তাপি জেলার একটি আদালত । শুধু তাইই নয়, বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাসের মতে গোবর ও গোমূত্র মানুষের জন্য অত্যন্ত উপকারী । গরু নষ্ট হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে এবং মানব জীবন হুমকির মুখে পড়বে বলেও তিনি মত প্রকাশ করেছেন । মোহাম্মদ আমিন নামে বছর বাইশের এক গরু পাচারকারীর মামলার শুনানির সময় বিচারক এমনই মত প্রকাশ করেছিলেন বলে মিডিয়া রিপোর্টে জানা গেছে ।
রিপোর্ট অনুযায়ী,২০২০ সালের ২৭ আগস্ট ট্রাকে করে ১৬ টির বেশি গরু এবং বাছুর পাচারের সময় গুজরাট পুলিশের হাতে ধরা পড়েছিল মোহাম্মদ আনিস । গুজরাট পশু সংরক্ষণ (সংশোধন) আইন ২০১৭, পশুদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ১৯৬০, গুজরাট কন্ট্রোল অফ অ্যানিমেল ট্রান্সপোর্ট অর্ডার ১৯৭৫, গুজরাটের প্রয়োজনীয় পণ্য ও প্রাণী নিয়ন্ত্রণ আইন ২০১৫ এবং কেন্দ্রীয় মোটরযান আইনের প্রাসঙ্গিক ধারায় মোহাম্মদ আমিনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছিল পুলিশ । অভিযুক্তকে দোষী সব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাস ।
মোহাম্মদ আমিনকে সাজা দেওয়ার ২৪ পৃষ্ঠার আদেশে বিচারক আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের কথা উল্লেখ করেন । তখন তিনি বলেছেন,’গরু শুধু একটি পশু নয়,গরু আমাদের মাতৃ স্বরূপ ।’ তিনি বলেন,’যেদিন এক ফোঁটা গরুর রক্ত পৃথিবীতে পড়বে না, সেদিন পৃথিবীর সব কষ্ট শেষ হয়ে যাবে ।’
এই মামলার শুনানির সময় বিচারক ব্যাস আরও বলেন,’গোহত্যার কারণে আজ মানুষের মেজাজ গরম হচ্ছে এবং তাদের মধ্যে বিরক্তি বাড়ছে ।’ বিচারকের মতে, একটি গরু হল ৬৮ কোটি পবিত্র স্থান এবং তেত্রিশ কোটি দেবতার জীবন্ত গ্রহের মতো । গোমূত্র থেকে অনেক দুরারোগ্য রোগের নিরাময় হয় । এমনকি বাড়িগুলিকে গোবর ব্যবহার করলে পারমাণবিক বিকিরণও প্রভাবিত করে না ।’ তাঁর কথায়,যেখানে গরু সুখী, সেখানকার মানুষ শুধু সুখীই নয়, সমৃদ্ধও ।।