বিবেক বৈরাগ্য না হ’লে কিছু হয় না ।
বৈরাগ্য অনেক প্রকার ! এক রকম আছে মর্কট-বৈরাগ্য সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য ! সে বৈরাগ্য বেশী দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য—
সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যা বােধ।
বৈরাগ্য একবারে হয় না। সময় না হলে হয় না। তবে একটি কথা আছে—শুনে রাখা ভাল। সময় যখন হবে তখন মনে হবে -ও! সেই শুনে
ছিলাম !
আর একটি কথা। এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে ক’মে। মদের নেশা কমাবার জন্যে একটু একটু চালুনির জল খেতে হয়। তা হলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে ।
কথামৃত-৪/১৬/২