এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ সেপ্টেম্বর : বাংলাদেশের পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভক্তরা মন্দিরে এসে দেখতে পান, রাতের আঁধারে দেবী কালীসহ একায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এনিয়ে চরম ক্ষোভ ছড়ায় ৷
জানা গেছে,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এক ব্যক্তিকে আটক করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন বা ‘পাগল’। পুলিশের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়। তাদের অভিযোগ, প্রতিবারই একই কৌশলে ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয় ।
নিজের নাম প্রকাশ না করার সর্তে একজন স্থানীয় ভক্ত বলেন, “প্রতিবারই ঘটনার পর পুলিশ একজনকে ধরে । কিন্তু প্রতিবারই তাদের ‘পাগল’ বলে চালিয়ে দেয় । অথচ স্পষ্টতই পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুর ও ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে । কিন্তু প্রশাসন নীরব ।”
এদিকে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি মন্দির ও প্রতিমা সুরক্ষায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।।