এইদিন স্পোর্টস নিউজ,০৯ ডিসেম্বর : বিশ্বকাপ ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও সেমিফাইনালের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বিতর্কে জল ঢেলে দিল আইসিসি । আইসিসি তাদের তদন্তে ওই দুই পিচে কোনো ষড়যন্ত্রের বাস্তব ভিত্তি খুঁজে পায়নি । ওই দুই পিচকে গড়পড়তা রিপোর্ট দিয়েছে তারা । আইসিসির পক্ষ থেকে দেওয়া রিপোর্টের পর বিশ্বকাপের পিচ নিয়ে ওঠা বিতর্কের অবসান হল ।
গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । তখন থেকেই পিচ নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে । অভিযোগ ওঠে যে সেমি ফাইনালের মতই ফাইনালের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচও নিজেদের সুবিধামতো করে নিয়েছে বিসিসিআই । সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট। তিনিই মাঠের আউটফিল্ড খুব ভালো বলে রিপোর্ট দিয়েছেন । ফলে বিসিসিআই-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে আইসিসি ।
প্রসঙ্গত,ফাইনালের পিচ দ্বিতীয় ইনিংসে কিছুটা ধীরগতির হয়ে যায় । যদিও সেই পিচেই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় । তবে ফাইনালের চেয়েও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ নিয়ে বেশি বিতর্ক হয়েছিল । যদিও সেই বিতর্কে জল ঢেলে দিয়েছে আইসিসি ।
মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেমিফাইনাল হওয়ার কথা ছিল নতুন একটি পিচে । কিন্তু ম্যাচের দু’দিন আগে পুরনো একটি পিচ নির্বাচন করা হয় ।এমনকি পিচের কিউরেটর পর্যন্ত এই বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করা হয়েছে । এনিয়ে তিনি নাকি অসন্তোষ প্রকাশ করেন বলে খবর । তবে আইসিসি ওয়াংখেড়ের পিচকে সবচেয়ে ভালো ছিল বলে মন্তব্য করেছে ।
কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার খেলাতেও লো স্কোরিং পিচ নিয়ে বিতর্ক হয়। তবে আইসিসি সেই পিচকেও গড়পড়তা বলে রেটিং দিয়েছে । কলকাতার ইডেন গার্ডেন্স ছাড়া লক্ষ্ণৌ, আহমেদাবাদ এবং চেন্নাইয়ের পিচকেও এভারেজ রেটিং দেওয়া হয়েছে । দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পিচগুলোতে খেলেছিল ভারত ।।