এইদিন স্পোর্টস নিউজ,২২ মার্চ : আগামী মাসে শুরু হতে চলা ২০২৪ নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি।দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে বিশ্বের ১০টি দল। সেখান থেকে দুটি দল যোগ্যতা অর্জন করবে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টলারেন্স ওভাল এবং জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এপ্রিল মাসের ২৫ তারিখ শুরু হবে ১০ দলের লড়াই। বাছাইপর্ব শেষ হব্ব চলতি বছরের মে মাসের ৭ তারিখ।
২০২৪ বিশ্বকাপের শীর্ষ ছয়টি দল সরাসরি জায়গা করে নিয়েছে। আয়োজক দেশ হওয়ায় সরাসরি অংশ নেবে বাংলাদেশ। আট নম্বর দলটি পাকিস্তান। র্যাংকিং বিবেচনায় সুযোগ পেয়েছে দলটি।
গ্রুপ এ: শ্রীলঙ্কা, থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা, মার্কিন যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি: আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ভানুয়াতু।
২৫ এপ্রিল
১. শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড – টলারেন্স ওভাল
২. আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
৩. স্কটল্যান্ড বনাম উগান্ডা – টলারেন্স ওভাল
৪. জিম্বাবুয়ে বনাম ভানুয়াতু – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
২৭ এপ্রিল
৫. ভানুয়াতু বনাম নেদারল্যান্ডস – টলারেন্স ওভাল
৬. উগান্ডা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
৭. আরব আমিরাত বনাম জিম্বাবুয়ে – টলারেন্স ওভাল
৮. স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
২৯ এপ্রিল
৯. মার্কিন যুক্তরাষ্ট্র বনাম স্কটল্যান্ড – টলারেন্স ওভাল
১০. আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
১১. উগান্ডা বনাম থাইল্যান্ড – টলারেন্স ওভাল
১২. নেদারল্যান্ড বনাম আরব আমিরাত – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
১ মে
১৩. জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস – টলারেন্স ওভাল
১৪. ভানুয়াতু বনাম আয়ারল্যান্ড – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
১৫. শ্রীলঙ্কা বনাম উগান্ডা – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
১৬. থাইল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
৩ মে
১৭. থাইল্যান্ড বনাম স্কটল্যান্ড – টলারেন্স ওভালে
১৮. মার্কিন যুক্তরাষ্ট্র বনাম শ্রীলঙ্কা – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
১৯. আরব আমিরাত বনাৃ ভানুয়াতু – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
২০. নেদারল্যান্ড বনাম আয়ারল্যান্ড – জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
৫ মে অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ম্যাচ। দুটি ম্যাচই গড়াবে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ গড়াবে ৭ মে ।।