এইদিন ওয়েবডেস্ক,১৩ নভেম্বর : বোর্ড অফ কন্ট্রোল ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট (ICC) এর ফিনান্স-কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির (F&CA) প্রধান নির্বাচিত হলেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ । শনিবার জয় শাহ ছাড়াও আইসিসির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রাক্তন সভাপতি গ্রেগ বার্কলে । তিনি ২০২০ সালের নভেম্বর থেকে এই পদে রয়েছেন । গ্রেগ বার্কলে ১৭ সদস্যের বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । বিসিসিআই এর সমর্থনও তাঁর প্রতি ছিল ।
উল্লেখ্য,জয় শাহ যে কমিটির শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন সেই ফিনান্স-কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি হল আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমিটি । এই কমিটি আইসিসির সমস্ত বড় আর্থিক নীতির সিদ্ধান্ত নেয়। কমিটি বার্ষিক বাজেটের বিষয়ে সিদ্ধান্ত নেয় । সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজস্ব ভাগাভাগির সিদ্ধান্ত নেয় । এন শ্রীনিবাসনের সময়ে এই এফএন্ডসিএ কমিটির প্রধান ছিলেন ভারত থেকে। দীর্ঘদিন পর ফের ভারত থেকে কেউ এই কমিটির শীর্ষ পদে বসলেন । যদিও বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি গত বছর পর্যন্ত এই কমিটির একজন সদস্য ছিলেন ।।