এইদিন স্পোর্টস নিউজ,১৭ জুন : রবিবার বেঙ্গালুরুতে আইসিসি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় মহিলা দল ১৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে । ভারতের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা মহিলা দল ৩৭.৪ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় এবং ১৪৩ রানে শোচনীয় পরাজয় বরণ করে। আফ্রিকার পক্ষে সান লুস ৩৩ রান, মারিজানে ক্যাপ ২৪ ও সিনালো জাফতা অপরাজিত ২৭ রান করেন। তবে বাকি ব্যাটসম্যানরা তেমন সাফল্য পায়নি । ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করা আশা শোভন ৪ উইকেট নিয়েছেন । এছাড়া দীপ্তি শর্মা ২ উইকেট এবং রাধা যাদব, পূজা ভাস্ত্রকার এবং রেনুকা ঠাকুর সিং একটি করে উইকেট নেন। এই জয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। একইভাবে আইসিসি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দলের আরেকটি জয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা স্মৃতি মান্দানা ১১৭ রান, দীপ্তি শর্মা ৩৭ রান ও পূজা ভাস্ত্রকারের অপরাজিত ৩১ রানের সুবাদে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে।।