এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জুন : থানার নাকের ডগায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে,অথচ হিংসা শুরুর পুলিশ আসছে ৪ ঘণ্টা পরে ! দক্ষিণ ২৪ পরগণা জেলার মেটিয়াবুরুজ বিধানসভার মহেশতলার রবীন্দ্র নগর থানার আইসি মুকুল মিয়াঁ ও মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লার বিরুদ্ধে তারপর থেকে ওঠে নিষ্ক্রিয়তার অভিযোগ । শুধু তাইই নয়, আইসি মুকুল মিয়াঁর শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও ওঠে । তৃণমূলের সভায় পুলিশের ইউনিফর্ম পরে অংশগ্রহণ করার কিছু ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । অবশেষে একাধিক অভিযোগে কোনঠাসা পুলিশমন্ত্রী রবীন্দ্র নগর থানার আইসি মুকুল মিয়াঁ ও মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লাকে বদলি করে দিলেন ।
মুকুল মিয়াঁকে দার্জিলিংয়ে এবং কামারুজ্জামান মোল্লাকে সশস্ত্র পুলিসের তৃতীয় ব্যাটেলিয়ানে বদলি করা হয়েছে৷ যদিও পুলিশের দাবি, এটা রুটিন রদবদল। রবীন্দ্র নগর থানার নতুন আইসি হয়েছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়। আর মহেশতলার নতুন এসডিপিও করা হয়েছে রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবিরকে ।
প্রসঙ্গত,একটা শিব মন্দিরের সামনে ভিন সম্প্রদায়ের একটি ফলের দোকানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়ায় মহেশতলার রবীন্দ্র নগর থানা এলাকায় । ভাঙচুর করা হয় একাধিক দোকান ও বাড়ি । আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকে । পুলিশ ও আশপাশের ঘরবাড়ি লক্ষ্য করে দেদার ইঁটপাটকেল ছোড়া হয় । জারি করা হয় ১৬৩ ধারা । ঘটনার মোড় ঘোরাতে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাষ্ট্রীয় স্বয়িংসেবক সংঘের(আর এস এস) ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে বলে অভিযোগ । কিন্তু তারপরেও রবীন্দ্র নগর থানার আইসি ও মহেশতলার এসডিপিও-এর বদলির ঘটনা পুলিশের ব্যর্থতাতেই শিলমোহর পড়ল বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।।

