এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ডিসেম্বর : রাত পোহালেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান । দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীর উপস্থিতিতে দেড় লাখ হিন্দু শ্রদ্ধালু গীতা পাঠ করবেন বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ইতিমধ্যেই শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী কলকাতায় উপস্থিত হয়েছেন । শুক্রবার তিনি ব্রিগেডে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’অর্থাভাবে আমরা ট্রেন দিতে পারিনি,তাই উত্তরবঙ্গ থেকে ছয় হাজার আবেদন পেয়েছি । দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকা থেকে এক লাখ ত্রিশ হাজার আবেদন জমা পড়েছে । এত আবেদন জমা পড়বে আমরা আশা করিনি ।’ সেই সাথে তিনি বলেন,’আমরা মঞ্চে থাকব না । শুভেন্দু -সুকান্ত মঞ্চে থাকছে না বলে অবশ্য কেউ কেউ খুশিও হবেন । কারন কিছু সংবাদ মাধ্যম রাজ্য সরকারের লিফলেটে পরিনত হয়েছে ।’ তিনি বলেন,
‘আমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করব, গীতা বিতরণ করব,মাঠ পরিছন্ন রাখার দিকে নজর দেব,গীতা পাঠে হিন্দু হিসাবে অংশগ্রহণ করব ।’তিনি আরও বলেন,’অনুষ্ঠানে রাজ্য সরকারের থেকে এক লিটার জলও পাব না আমরা জানি । তাই আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছি ।’
ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম প্রভৃতি বিভিন্ন অরাজনৈতিক হিন্দু সংগঠনগুলি । মোট ২০টি ব্লক তৈরি করা হয়েছে । প্রতিটি ব্লকে ৫ হাজার জন করে ধর্মীয় গুরুকে বসানো হবে । মূল মঞ্চ হবে ৩ টে । তার মধ্যে একটি মঞ্চে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা অনিশ্চিত । তবে প্রধানমন্ত্রী আসতে পারেন ধরে নিয়েই আয়োজকদের প্রস্তুত থাককর জন্য বলা হয়েছে বলে জানা গেছে ।
শুভেন্দু অধিকারী বলেন,’সরকারি সাহায্য বর্জিত এতবড় কর্মযজ্ঞের আয়োজন হচ্ছে৷ আমার বিশ্বাস স্বামীজির মহামন্ত্র ‘চরৈবতি চরৈবতি’কে সামনে রেখে গীতা জয়ন্তী উপলক্ষে ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’ একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিনত হবে । ২৪ তারিখে এখানে হিন্দু সংস্কৃতি ও হিন্দু জাগরণ হবে । মুনি ঋষির বাংলা,চৈতন্যদেবের বাংলা,ঠাকুর রামকৃষ্ণদেবের বাংলা,জগৎজননী মা সারদামনীর বাংলা,বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা,শ্রী প্রনবানন্দের বাংলা,এই বাংলায় রবিবার হিন্দু জাগরণ হবে ।’।