এইদিন ওয়েবডেস্ক,হাবরা(উত্তর ২৪ পরগণা),১৩ ডিসেম্বর : পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ১৫ জন মিলে গনধর্ষণের হুমকি দিয়ে এক বধূর বাড়ির বন্ধ দরজায় হুমকি চিঠি সাঁটিয়ে দিয়ে গেল “আজিদ বাংলাদেশ” পরিচয় দেওয়া দুষ্কৃতীদল । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার হাবরা থানার আক্রমপুর এলাকায় ৷ বৃহস্পতিবার রাতেই পরিবারের সদস্যদের সাথে হাবড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা । জানা গেছে,আক্রমপুর এলাকার বাসিন্দা ওই বধূর বাড়িতে রয়েছে স্বামী ও এক ছেলে । স্বামী ও ছেলে দু’জনেই কাজ করেন । বাড়িতে একাই থাকেন বধূ ।
বধূ সংবাদমাধ্যমকে জানিয়েছেন,বৃহস্পতিবার তিনি ঘরের দরজা বন্ধ করে কোথাও গিয়েছিলেন । রাত্রি প্রায় সাড়ে ৯ টা নাগাদ বাড়ি ফেরেন । ফিরে দেখেন বন্ধ দরজার উপর সাঁটানো রয়েছে ওই হুমকি চিঠি । তার ঠিক নিচেই রয়েছে একটা মদের বোতল ।
জানা গেছে,চিঠিতে লেখা ছিল ‘সাবধান…আমরা হলাম ধর্ষক…আগামী পাঁচ দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে ১৫ জন মিলে ধর্ষণ করে আবার বাড়ি ফেলে দিয়ে যাব’। সব শেষে লেখা,’ইতি – আজিদ, বাংলাদেশ’ । কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয় । রাতেই গোটা পরিবার পুলিশের দ্বারস্থ হয় । ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছে পরিবারটি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।