এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১০ এপ্রিল : সোমবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে রোডশো করেন প্রধানমন্ত্রী । তার সঙ্গে হুট খোলা গাড়িতে ছিলেন তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি আন্নামালাই। শহরের রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন । উপস্থিত জনতা “মোদী মোদী” স্লোগান দেয় । প্রধানমন্ত্রীকে ঘিরে মানুষের আবেগ ছিল চোখে পড়ার মত । আর এতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়ায় লিখেছেন,’চেন্নাই আমার মন জয় করেছে । আমি আমৃত্যু মনে রাখব ।’
চেন্নাইয়ের রোডশোয়ের পর একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, ‘চেন্নাই আমার মন জয় করেছে! এই গতিশীল শহরের আজকের রোডশো আমার স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। জনগণের আশীর্বাদ আমাকে জনগণের সেবায় কঠোর পরিশ্রম করতে এবং আমাদের দেশকে আরও উন্নত করার শক্তি দেয়। চেন্নাইয়ে যে উৎসাহ দেখা যাচ্ছে তা দেখায় যে তামিলনাড়ু এনডিএ-কে বড় আকারে সমর্থন করতে প্রস্তুত ।’
প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে দেশের দক্ষিণের রাজ্যকে গুরুত্ব দিয়েছে বিজেপি । তামিলনাড়ুর শাসক দল ডিএমকের নেতাদের হিন্দু বিরোধী মন্তব্য ও অনুন্নয়নকে হাতিয়ার করে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই । আর তার প্রচারের ফল এবারের নির্বাচনে লক্ষ্য করা যাবে বলে আভাস মিলছে বিভিন্ন জনমত সমীক্ষায় । সমীক্ষা অনুযায়ী এবারের অন্তত ৪ টি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি এবং প্রথমবারের মত ১০ শতাংশের বেশি ভোট তামিলনাড়ুতে বিজেপি পেতে চলেছে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে । এর আগে তামিলনাড়ুতে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । মঙ্গলবার ফের তিনি চেন্নাই গিয়েছেন । আজ বুধবার তামিলনাড়ুর ভেলোরে একটি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভাষণে তিনি বলেছেন,’জাতিসংঘে, আমি তামিল ভাষায় কথা বলার চেষ্টা করি যাতে পুরো বিশ্ব জানে যে আমাদের তামিল বিশ্বের প্রাচীনতম ভাষা ।’ তিনি আরও বলেন, ‘কাশীর সাংসদ হিসাবে, আমি আপনাকে কাশী তামিল সঙ্গমকে আরও মহিমান্বিত করতে আমন্ত্রণ জানাতে এসেছি। দ্বিতীয়ত, আমি গুজরাতে জন্মগ্রহণ করেছি এবং গুজরাটের অনেক পরিবার এখানে বাস করে। একজন গুজরাটি হিসাবে, আমি আপনাকে সৌরাষ্ট্র তামিল সঙ্গমে আমন্ত্রণ জানাচ্ছি ।’।