শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ এপ্রিল ঃ ‘দিদি বলছে একসঙ্গে ভোট করে নাও। পালিয়ে যাবে । কিন্তু দিদি গোল খেয়ে গিয়েছে । ম্যাচ শেষ হতে বাকি আছে।আমরা বলছি ফুলটাইম খেলা হবে । যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে দিদিকে ছাড়বো না ।’ করোনা পরিস্থিতির কারনে বাকি চারদফা ভোট এক দফায় করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের ভাতার থানার নবাবনগরে দলীয় প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ারের সমর্থনে জনসভায় আসেন দিলীপ ঘোষ । বক্তব্যের শুরু থেকেই তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন । দিলীপ ঘোষ বলেন,” দিদি বলেছিল খেলা হবে।আমরা ভেবেছিলাম কি না কি খেলা হবে। এখন বলছে হুইল চেয়ার ঠ্যালা হবে।”
এরপর তিনি বলেন,”দিদিমণি হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি আমাদের অনেক বোকা বানিয়ে এসেছে।আর সাদা শাড়ি নয়, এবার সাদা দাড়ি চলবে। সাদা শাড়ির দিন শেষ। সাদা দাড়ির দিন এসেছে।সাদা দাড়ি এবার সোনার বাংলা গড়বে।” এদিন ভাতারে জনসভার আগে মঙ্গলকোটে দলীয় প্রার্থী রাণাপ্রতাপ গোস্বামীর সমর্থনে রোড শো করেন দিলীপ ঘোষ ।।