এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জানুয়ারী : পুরসভা নিয়োগ দূর্নীতি মামলায় শুক্রবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু,তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । টানা প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সুজিত বসুর কলকাতার লেকটাউনের বাড়ি থেকে বের হলেন ইডির আধিকারিকরা । ইডি সুজিতের মোবাইল এবং বাড়ি থেকে বহু নথিপথ বাজেয়াপ্ত করেছে ।
ইডির এই অভিযান নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মন্তব্য করেছিলেন,’আজকের পূণ্যদিনে পূণ্য কাজ করছে ইডি, ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন ।’ অর্থাৎ সুজিত বসু ও তাপস রায়দের ‘জেলযাত্রার প্রস্তুতি করার জন্য শুভেন্দু অধিকারীর বার্তা দিয়েছিলেন । আর এতে বেজায় চটেছেন সুজিত বসু ।
ইডির তল্লাশি শেষে আজ শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বলেন,’আমি ৪৫ বছর রাজনীতি করছি । আগে সিপিএম করতাম । এলাকায় একটা মাঠের ব্যাপার নিয়ে দল ছেড়েছিলাম । তারপর নির্দল প্রার্থী হিসাবে জিতেছি । দশ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছি । সাত বারের কাউন্সিলার আমি । তিন বার বিধানসভায় জিতেছি । এক বার লোকসভা ভোটেও লড়েছি । যদি কাজের জন্য কেউ সুজিতকে এক টাকা দিয়ে থাকেন, তাহলে আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেবো ।’ এরপর শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,’শীতের জামাকাপড় নেব, কিন্তু জেলে যাওয়ার জন্য নয়, বরঞ্চ গঙ্গাসাগরে যাব। তারপর ফিরেও আসব ।’
সেই সাথে ইডি ফোন বাজেয়াপ্ত করায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের দমকলমন্ত্রী । এই বিষয়ে তিনি বলেছেন,’আমি দমকলমন্ত্রী হিসাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত । ফলে ইডি আমার ফোন বাজেয়াপ্ত করায় আমায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে ।’।