এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৪ এপ্রিল : দূর্নীতি ইস্যুতে তৃণমূল,বামপন্থী,কংগ্রেসকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ বৃহস্পতিবার কোচবিহারে রাসমেলার মাঠে ‘বিজয় সংকল্প সভা’ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’আমি বলি ভ্রষ্টাচার হটাও আর ওরা বলে ভ্রষ্টাচারী বাঁচাও । আমি এই ভ্রষ্টাচারীদের বলতে চাই যে আপনাদের ধমকিতে কোন কাজ হবে না । এটা মোদী,ভ্রষ্টাচারীদের সাজা দিয়ে ছাড়বে । আগামী পাঁচ বছরে ভ্রষ্টাচারীদের ওপর আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে । দেশ থেকে ভ্রষ্টাচার,সন্ত্রাসবাদ দূর করতে মোদী কড়া ফয়সালা নেয় ।’
প্রধানমন্ত্রী বলেন,’টিএমসি, বামপন্থী, কংগ্রেসের মূলমন্ত্র হল মানুষকে বিভ্রান্ত করা এবং অপপ্রচারের উপর টিকেট থাকা । ইন্ডি জোট হল মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার প্রত্যক্ষ উদাহরণ । এখন কংগ্রেসেররা নিজেদের মধ্যে লড়াই করছে । দিল্লিতে এরা একসাথে থাকে,এক থালায় খায়, রেশন ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে ওরা বাঁচাতে চাইছে । আপনারাও দেখেছেন তৃণমূলের নেতাদের ঘর থেকে টাকার বান্ডিল উদ্ধার হতে । এরা সব জোটবদ্ধ হয়ে তাদের বাঁচাতে চায়। যারা চাকরি দেওয়ার নাম করে আমার পরিবারের লোকজনদেরকে প্রতারিত করেছে ওরা তাদের বাঁচাতে চায় । যারা আপনাদের লুট করেছে তাদের সাজা হওয়া উচিত কি নয় ? যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে যাওয়া উচিত নয়? এ টাকা আপনাদের কারোর লুট করার অধিকার নেই । এরা চায় পশ্চিমবঙ্গে ভ্রষ্টাচার, তোলাবাজি আর খুনখারাপি চলতেই থাকুক ।’
দেশজুড়ে সিএএ আগুন করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,’তৃণমূল, বামপন্থী আর কংগ্রেস শুধু রাজনীতি করে যাচ্ছে । রাজবংশী, মতুয়াদের বিষয়ে তাদের কোন ভাবনাচিন্তাই নেই। কিন্তু আজ যখন বিজেপি সরকার সিএএ নিয়ে এল তখন এরা অপপ্রচার শুরু করে দিল । মা ভারতীর ওপর আস্থ রাখা সকলকে নাগরিকত্ব দেওয়া এটা মোদীরর গ্যারান্টি । আমি পশ্চিমবঙ্গবাসীকে কে বলবো টিএমসি, বামপন্থী, কংগ্রেস আপনাদের ভয় দেখাবে, কিন্তু আপনারা দশ বছর আমার কাজ দেখেছেন, এবার মোদীর গ্যারান্টিকে আপনারা ভরসা করতে পারেন ।’
প্রধানমন্ত্রী বলেন,’একবিংশ শতাব্দীর এই সময় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ এই সময়টা হল বিকশিত ভারত তৈরি করার । আর ভারত বিকশিত হলে পশ্চিমবঙ্গও উপকৃত হবে । বাংলার ভাই বোনেরা উপকৃত হবেন । তাই উনিশে এপ্রিল আপনারা যখন ভোট দিতে যাবেন তখন এই কথা মাথায় রাখবেন । এই নির্বাচন হল দেশকে বিশ্বের তৃতীয় বৃহৎ আর্থিক শক্তি গড়ে তোলার নির্বাচন । তাই দিল্লিতে কমজোর নয়, একটা মজবুত সরকারের প্রয়োজন ।’
তিনি আরো বলেন,’স্বাধীনতার পর ষাট সত্তর বছরে এই দেশ কেবল কংগ্রেসের মডেল দেখেছে । বিগত ১০ বছরে সংখ্যা গরিষ্ঠ বিজেপি মডেল বিজেপি সরকারের মডেল দেখছে দেশবাসী । বিশ্ব বলছে মোদী একজন মজবুত নেতা । মোদি ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করার জন্য করা ফয়সালা নেয় । আপনাদের স্বপ্ন হল মোদির সংকল্প ।’
প্রধানমন্ত্রী জানান যে দেশকে তৃতীয় বৃহৎ আর্থিক শক্তি হিসাবে গড়ে তুলতে ট্যুরিজমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার মধ্যে কোচবিহার উল্লেখযোগ্য ভূমিকা নেবে । এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কোচবিহার আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, রাজ্যসভা সাংসদ নগেন রায় প্রমুখ ।।