এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ মে : বাংলাদেশে শেখ হাসিনার সরকার অপসারণের পর ইসলামি মৌলবাদীদের মনোবল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে বিষাক্ত মওলানা আব্দুল কুদ্দুস ফারুকী খোলাখুলি কলকাতা দখলের কথা বলছে । এছাড়াও, সে হিন্দুদের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছেল ।
ফারুকী একটি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলেছে, ‘আমাকে যদি বাংলাদেশের সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে, আমি যে প্ল্যান করব, ৭০টি যুদ্ধবিমান তো দূরের কথা ৭টি বিমানও ব্যবহার করব না গোটা কলকাতার জন্য । কলকাতা বিজয় করতে গেলে সত্তরটা বিমান লাগবে কেন ? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারীরা থাকে । আমার তো জানা আছে ওখানকার সর্বোচ্চ খাবার প্রস্রাব, গোবর,কচ্ছপ । আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু… আমার জানা আছে তো । যদি না জানেন তাহলে একজন মুসলিম কমান্ডার হতে পারবেন না । আমি এটাও জানি যে এই হিন্দুরা রক্ত দেখলে কতটা ভয় পায়। এই মূর্তিপূজকরা এতে আতঙ্কিত । তাই বাংলাদেশের সেনাবাহিনী যদি আমায় অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু কাজে লাগাবো সেখানে ।’
ওই মৌলানা তাদের ধর্মীয় পুস্তকের উদ্ধৃতি দিয়ে বলে, ‘আগে মরে যাও পরে মারো । আপনারা ভাবছেন মরার পরে মারবো কি করে ? আমি মারবো তারপর আমাকে হিট করবে । আর একটা আয়াত আছে, আরব দেশে যে আয়াতটা পড়ে- আগে মরে যাও তারপরে মারো । এই সিস্টেমটা তালিবানরা অবলম্বন করে সুপার পাওয়ারকে সাইজ করে দিয়েছে ।’ এরপর সে তালিবানের আত্মঘাতী বোমারু ব্যবহারের দৃষ্টান্ত তুলে ধরে বলে,’৩০০ আমেরিকান শেষ এবং আত্মঘাতী বোমারুও শেষ । কাফেররা এই ভাবেই তো দুর্বল হয়ে যায় ।’ এই ভিডিওটি ৮ মার্চ, ২০২৫ তারিখে ‘হাসান মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।।

