এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১১ মে : পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ পার্টির (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশি তার গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন । বুধবার রাতে একটি টুইট বার্তায় কুরেশি বলেছিলেন যে তার গ্রেপ্তারের খবর প্রচারের উদ্দেশ্য ছিল “সন্ত্রাস” তৈরি করা । তিনি লিখেছেন,’আমাকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে আমি সতর্ক করছি যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করে আমাদের দলীয় কর্মী সমর্থকদের মনোবল ভেঙে ফেলার কৌশল নিয়েছে শাসকদল ।’ তিনি আরও লিখেছেন,’এটি(ইমরান খানকে গ্রেফতার) একটি বড় ভুল। পাকিস্তানের মানুষ ঘরে বসে থাকবে না,ভয় পাবেন না, তারা প্রতিবাদ করবেন ।’
এর আগে পাকিস্তানি মিডিয়া জানিয়েছিল যে শাহ মেহমুদ কুরেশিকে ইসলামাবাদের রেড জোনে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী । ইমরান খানের গ্রেফতারির পর কুরেশির গ্রেফতারির খবরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় পাকিস্তানে ।।