এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৩ এপ্রিল : ভারতের রাজনীতিতে “বংশবাদ” একটা মারাত্মক ইস্যু । গান্ধী নেহেরু পরিবার থেকে এই বংশবাদের উদ্ভব বলে অভিযোগ ওঠে । ইন্দিরা গান্ধীর পর রাজীব গ্যন্ধী, রাজীব গান্ধীর পর রাহুল গান্ধী, দশকের পর দশক ভারতীয় রাজনীতিতে গান্ধী-নেহেরু পরিবার প্রভাব বিস্তার করে এসেছে বলে অভিযোগ । এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয় । কারণ বিজেপির অভিযোগ যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভাইপো অভিষেক ব্যানার্জিকে তুলে ধরা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি । কোন দল বা ব্যক্তিকে নিশানা না করেই আজ শুক্রবার পূর্ব বর্ধমানের তালিতে জনসভায় তাদের নিশানা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা তো জানেন আমার কাছে আর কি আছে । আমার আগে পিছে কিছুই নাই । কারোর জন্য কিছু সঞ্চয় করে যাওয়ার মত আমার কেউ নেই, আপনারাই আমার পরিবার। আমার ভারত আমার পরিবার।আমার যদি কেউ উত্তরাধিকার থাকে তাহলে আমার দেশের প্রতিটা পরিবারের সন্তানরা হলো আমার উত্তরাধিকার । আমি ওদের জন্য কিছু রেখে যেতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ আমাকে এত আশীর্বাদ দিয়েছে যে কেউ হয়তো কোনদিন কল্পনাও করতে পারবেনা । শুধু ভারত নয় বিশ্বের কোন মানুষই কল্পনা করতে পারবে না,ঈশ্বর রূপী জনতা জানার্দন আমাকে যেভাবে আশীর্বাদ করেছে,আর লাগাতার আমার উপর আশীর্বাদ বর্ষণ করে যাচ্ছেন, বছরের পর বছর আমার ওপর আশীর্বাদ বেড়ে যাচ্ছে । জীবনে এর থেকে বড় আনন্দের আর কি আছে ।’
তিনি বলেন, ‘লোকে বলে মোদির এত নাম হল,এত প্রতিষ্ঠা হল, কখনো তো একবার বিশ্রাম করুন । কিন্তু হে দেশবাসী, আমি ফুর্তি করার জন্য জন্মাইনি।আমি নিজের জন্য বাঁচতে চাই না । আমি ১৪০ কোটি ভারতবাসী সেবা করার জন্য বেরিয়েছি। আপনাদের স্বপ্নকে পূরণ করাই মোদির একমাত্র স্বপ্ন । প্রধানমন্ত্রী বলেন, আমি যাতে আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারি সেজন্য আপনাদের সর্বোচ্চ আশীর্বাদ আমার প্রয়োজন ।’ পাশাপাশি তিনি প্রতিদ্বন্দ্বী নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘যদি পদ, প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী পদের প্রতি যদি কারোর লালসা থাকে তাহলে একবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়ে দেখুন। তাহলে এমনিতেই আপনি প্রতিষ্ঠার শিখরে পৌঁছে যাবেন ।’
বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ -এর সমর্থনে বর্ধমানের তালিতে এদিন ‘বিজয় সংকল্প সভা’য় যোগ দেন নরেন্দ্র মোদী । সভাতে ভিড় দেখে প্রধানমন্ত্রীকে যথেষ্ট খুশি দেখায় । বিশেষ করে সবাই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন,’সকালে বাড়ির কাজ ছেড়ে আপনারা যেভাবে এসেছেন তার জন্য আপনাদের আমি প্রণাম জানাই ।’।