এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মূল আসামি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । ২০২২ সালের ২৩ জুলাই মধ্যরাতে সিবিআই তাঁকে গ্রেফতার করে । পরের দিন তাঁকে আদালতে পেশ করা হয় । তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি জীবন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের । এদিকে দীর্ঘ প্রায় এক বছর ধরে জেলের মধ্যে হাঁপিয়ে উঠেছেন তৃণমূলের অপসারিত মহাসচিব । আজ সোমবার আলিপুর আদালতে পেশ করার সময় তারই প্রতিফলন লক্ষ্য করা গেল পার্থবাবুর হাবেভাবে ।
এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের তিনি বলেন,’এক বছর ধরে বিনা বিচারে আমায় জোর করে আটকে রাখা হয়েছে ।’ পাশাপাশি তাঁর মুক্তির বিষয়ে সক্রিয় না হওয়ায় বন্দিমুক্তি আন্দোলনকারী মানবাধিকার কর্মীদের নিশানা করেন তিনি । তাঁর প্রশ্ন, ‘আজ তারা কোথায় গেল ?’ সেই সঙ্গে তিনি বলেন,’কে কি বললো আমার যায় আসে না । আমি এটাই বুঝেছি যে আমায় জোর করে আটকে রাখা হয়েছে ।’
উল্লেখ্য,পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকার সময় ঘুঁষ নিয়ে হাজার হাজার যুবক যুবতীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের অভিযোগ উঠেছে । অনেকের অভিযোগ তারা ঘুঁষ দিয়েও চাকরি পাননি । প্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ঠিকানায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি । পরে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, শান্তিপ্রসাদ সিংহরা । মামলায় চার্জশিট মাসখানেক আগেই আদালতে জমা দিয়েছিল সিবিআই । এখন মামলাটি আদালতের বিচারাধীন রয়েছে ।।